ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
বৃদ্ধাশ্রম নয়, পারিবারিক মমতাই প্রবীণদের আশ্রয়: ডিসি জাহিদুল ইসলাম
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 October, 2025, 10:34 PM

বৃদ্ধাশ্রম নয়, পারিবারিক মমতাই প্রবীণদের আশ্রয়: ডিসি জাহিদুল ইসলাম

বৃদ্ধাশ্রম নয়, পারিবারিক মমতাই প্রবীণদের আশ্রয়: ডিসি জাহিদুল ইসলাম

শুধু বড় বড় সুউচ্চ ভবন নির্মাণ করলেই হবে না, আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে—এ কথা উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, সন্তানদের মানবিকতা ও প্রবীণদের প্রতি শ্রদ্ধাবোধের শিক্ষা দিতে হবে।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মঙ্গলবার ৭ অক্টোবর  সকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও প্রবীণ হিতৈষী সংঘের যৌথ আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ডিসি জাহিদুল ইসলাম বলেন,বিদেশে আমরা দেখি সিনিয়র সিটিজেনদের কতটা মূল্যায়ন করা হয়। কিন্তু আমাদের সমাজে এখনো প্রবীণরা আতঙ্কে থাকেন। অনেক শিক্ষিত পরিবারেও দেখা যায়, বাবা-মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা হয়। তারা আসলে কী শিক্ষায় শিক্ষিত—এই প্রশ্ন আমাদের করা উচিত।

বৃদ্ধাশ্রম নয়, পারিবারিক মমতাই প্রবীণদের আশ্রয়: ডিসি জাহিদুল ইসলাম

বৃদ্ধাশ্রম নয়, পারিবারিক মমতাই প্রবীণদের আশ্রয়: ডিসি জাহিদুল ইসলাম


তিনি আরও বলেন, আমরা এমন শিক্ষায় শিক্ষিত হতে চাই না, যা মানবতাবোধ ভুলিয়ে দেয়। আমাদের শিক্ষা হবে সেই শিক্ষা, যে শিক্ষায় মানবিকতা জাগ্রত হয়। তাহলেই প্রবীণদের শঙ্কা ও আতঙ্ক কমবে।

তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে ডিসি বলেন, আজ যারা নবীন, তারাই একদিন প্রবীণ হবে। সময়ের কাছে কেউ জিততে পারে না। সম্পর্কগুলো দৃঢ় রাখতে হবে—কারণ কেউ একা ভালো থাকতে পারে না।

তিনি আরও বলেন, পারিবারিক শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে শিখতে হবে। বিল্ডিং না গড়ে সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সন্তানদের শেখাতে হবে সিনিয়র সিটিজেনদের সম্মান করতে।

আলোচনা শেষে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার জেলা প্রশাসকের প্রশংসা করে বলেন, ডিসি সাহেবের আচার-আচরণ, কথাবার্তা ও সময়ানুবর্তিতা প্রশংসনীয়। উনি নিজে র‍্যালিতে অংশ নিয়েছেন এবং প্রবীণদের সঙ্গে সময় কাটিয়েছেন।

তিনি আরও বলেন, প্রবীণরা যাতে সরকারি অফিস ও হাসপাতালে লাইনে না দাঁড়িয়েই সেবা নিতে পারেন, সে ব্যবস্থা নিলে দারুণ হবে।

অংশগ্রহণকারী প্রবীণ হালিম শেখ বলেন, ডিসি সাহেবের প্রতিটি কথা শিক্ষণীয়। তিনি আমাদের বলেছেন, আমরা সন্তানদের শিখাবো যেন তারা মুরুব্বিদের সম্মান করে।

আরেক প্রবীণ গাজী মোহাম্মদ আলী বলেন, ডিসি সাহেব অনেক ভদ্র মানুষ, মুরুব্বিদের সম্মান দিয়ে কথা বলেছেন।

ইউসুফ আলী এটম বলেন, ডিসি সাহেব নিয়ম-নুবর্তী। যথাসময়ে এসে অনুষ্ঠান শুরু করেছেন।

একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত র‍্যালি ও আলোচনায় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হোসাইন, নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা, সহকারী পরিচালক মোহাম্মদ সোলাইমান হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে জেলা প্রশাসক প্রবীণদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সম্মানজনক জীবনের প্রত্যাশা ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status