ফেনী ছাগলনাইয়ায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার
রহিম আলী জাবেদ, ফেনী
|
![]() ফেনী ছাগলনাইয়ায় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টায় উপজেলার ঘোপাল ইউনিয়নের পিএইচপি স্থানে ডাকাতির প্রস্তুতিকালে হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মোবাইল ফোন এবং ব্যবহৃত একটি এ্যাম্বুলেন্স নেং ঢাকা মেট্রো-ছ ৭১১৫২২) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মো. রিফাত (২২), পিতা নুরে আলম, সোনাগাজী উপজেলার আমিরাবাদ, মো. রাসেল (২৩), পিতা খুরশিদ আলম, লক্ষ্মীপুর, শাহাদাত (২৪), পিতা আবদুল হালিম, লক্ষ্মীপুর। প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানিয়েছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গভীর রাতে এ্যাম্বুলেন্স ব্যবহার করে ডাকাতির চেষ্টা করতে তাদেরকে ঘুরতে দেখা গেছে। অভিযান চলাকালীন, ডাকাতদল পুলিশ ইউনিফর্ম দেখে ড্রাইভার, হেলপারসহ শেখ রাসেল (২১) নামের এক সদস্য পালিয়ে গেলে, অপর তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়। এই অভিযানের নেতৃত্ব দেন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া জাকির, সহকারী পুলিশ কর্মকর্তা (এসআই) আবু নোমান ও সঙ্গীয় ফোর্স। তিনি জানান, "গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর ছাগলনাইয়া থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযান চলমান থাকবে এবং সব ধরনের অপরাধ দমন করা হবে।" পুলিশের তৎপরতায় স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেন, এই ধরনের অভিযান এলাকায় নিরাপত্তা বৃদ্ধি করবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |