ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
বেলকুচিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সবার আয়োজন
মোঃ সিয়াম হোসেন, বেলকুচি
প্রকাশ: Tuesday, 7 October, 2025, 9:07 PM

বেলকুচিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সবার আয়োজন

বেলকুচিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সবার আয়োজন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫। দিবসটি উদযাপন উপলক্ষে  উপজেলা সমাজসেবা কার্যালয়, বেলকুচি আয়োজন করে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার।

এবারের প্রতিপাদ্য ছিল—
“Older Persons Driving Local and Global Action: Our Aspirations, Our Well-Being, Our Rights” এবং স্লোগান— “একদিন তুমি পৃথিবী গড়ছো, আজ আমি স্বপ্ন গড়ব—সযত্নে তোমায় রাখব আগলে।”

দিনের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, এবং জেলা জামায়াতের মজলিসে শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি উপাধ্যক্ষ মাহবুবুর রশিদ শামীমসহ উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ 

এসময় আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, প্রজ্ঞা ও ইতিহাসের ধারক। তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও যত্ন প্রদর্শন করা আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। তারা আরও বলেন, প্রবীণ জনগোষ্ঠীর কল্যাণে সরকার প্রবীণ ভাতা, চিকিৎসা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানের শেষে প্রবীণ নাগরিকদের সংবর্ধনা প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status