পাইকগাছায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ গ্রামীণ বাজার ভবন হস্তান্তরের আগেই ফাঁটল
শেখ সেকেন্দার আলী,পাইকগাছা
|
![]() পাইকগাছায় ৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণ গ্রামীণ বাজার ভবন হস্তান্তরের আগেই ফাঁটল ঠিকাদারী প্রতিষ্ঠান নির্দিষ্ট মেয়াদে কাজটি বাস্তবায়ন করতে না পারায় যথাযথ কতৃপক্ষের কাছে তা এখন পর্যন্ত হস্তান্তর করতে না পারলেও সর্বশেষ শুরু হয়েছে এর হস্তান্তর প্রক্রিয়া। ঠিকাদারী প্রতিষ্ঠান দ্বিতীয় দফায় ভবনটির ফাঁটলের পুটিং ও খসে পলেস্তরা ঢাকতে নতুন করে রং টেনেছে। তবে এতেও মূল ভবনের সকল ফাঁটল ঢাকতে পারেনি। স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, নিম্নমানের নির্মাণ সামগ্রীতে শম্ভুক গতিতে এর কাজ চালিয়ে যায় সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। তাই যথাসময়ে এর নির্মাণ কাজ শেষ করতে না পারায় এর হস্তান্তর প্রক্রিয়াও শুরু করতে পারেনি। যদিও চলতি বছর এর কাজ শেষ করলেও নির্মাণ সন হিসেবে লিখে রেখেছে ২০২২ সাল। ভবনটি হস্তান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে গত সোমবার (৬ অক্টোবর) দুপুরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নানজনীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা নির্বাহী প্রকৌশলী মো: শাফিন শোয়েবসহ প্রতিনিধি দল মার্কেটটির পরিদর্শনে আসলে স্থানীয় সাংবাদিকসহ জনপ্রতিনিধিরা এর নানা অসংগতির বিষয়গুলি তুলে ধরেন। তবে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সজল কুমার বিশ্বাস দ্যর্থহীন কন্ঠে জানান, ওসব ফাঁটল কোন ব্যাপারইনা, দেখতে হবে যে, ভবনের মূল কাঠামোর কোথাও ফাঁটল ধরেছে কিনা। এই বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম জানান, ভবনের বিভিন্ন অংশে সমস্যা পাওয়াই ভবনটি গ্রহণ করা হয়নি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |