ছাত্রলীগ নেতা অনিক ভূইয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
|
![]() ছাত্রলীগ নেতা অনিক ভূইয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেতার উপর হামলার অভিযোগ রোববার (৫ অক্টোবর) রাতে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং ষ্টেশনে ঘটনাটি ঘটে। অভিযুক্ত অনিক ভূইয়া গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক মেয়র মো. আলাউদ্দিন ভুইয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আকাশ রোববার বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ৯টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠি ফিলিং ষ্টেশনে পৌঁছে বাথরুমের দিকে যান। এ সময় পাম্পের কর্মচারী মহিউদ্দিন তাকে বাধা দেয়। এ নিয়ে ওই নিয়ে কর্মচারীর সাথে আকাশের কথা কাটাকাটি হয়। এসময় ছাত্রলীগ নেতা অনিক ভূইয়া দলবল নিয়ে আকাশের উপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল গোমস্তাসহ শতাধিক নেতাকর্মী ঘটনাস্থলে পৌঁছান। হামলার কারন জানতে চাইলে উভয়ের মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে ছাত্রদল নেতারাও পাল্টা হামলা চালিয়ে অনিক ভূইয়াকে মারধর করে। এ বিষয়ে গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল গোমস্তা অভিযোগ করে বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় নেতার উপর অন্যায়ভাবে ছাত্রলীগ নেতা অনিক ভূইয়া দলবল নিয়ে হামলা চালিয়েছে। বিষয়টি জানার পরে আমরা পাম্পে এসে কারন জানতে চাইলে আমাদের উপর পুনরায় হামলা চালানো হয়। হামলার অভিযোগ সম্পর্কে জানতে অনিক ভুইয়ার কাছে ফোন দিলে তিনি ধরেননি। গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ছাত্রদলের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে হামলার প্রতিবাদে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন ভূইয়া ও তার ছেলে ছাত্রলীগ নেতা অনিক ভূইয়াকে গ্রেপ্তারের দাবিতে সোমবার বিকেলে গৌরনদী বাসষ্টান্ডে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে উপজেলা ছাত্রদল। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |