ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, আতঙ্কে শিক্ষার্থী-পথচারী
এ এইচ অনিক
প্রকাশ: Tuesday, 7 October, 2025, 6:51 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 October, 2025, 7:27 PM

ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, আতঙ্কে শিক্ষার্থী-পথচারী

ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, আতঙ্কে শিক্ষার্থী-পথচারী

বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নের ১নং ওয়ার্ড আলামদি একতা বাজার কালার বাড়ি সড়কের ভাঙা চুড়া ব্রীজটি দিয়ে প্রতিদিন ঝুকিপূর্ণ ভাবে যাতায়াত করছে কয়েটি গ্রামের শত শত মানুষ। তাদের ধারনা যে-কোনো সময় বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে তারা। সরেজমিনে দেখা যায় সাতলা ইউনিয়নের আলামদি গ্রামের বলোরাম মাষ্টার এর বাড়ি নামক এলাকার প্রাচীন এই স্টীল ব্রীজটি দীর্ঘদিন ধরে ভাঙা চুড়া অবস্থায় পড়ে আছে। 

যোগাযোগ ব্যাবস্থায় সারাদেশের ন্যায় উজিরপুর  উপজেলার বিভিন্ন সড়ক ও সেতু নির্মাণ হলেও সাতলা তথা বরিশাল, গোপালগঞ্জ সংযোগ সড়কের জন গুরুত্বপূর্ণ এই ব্রীজটি একযুগ ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও দেখার যেনো কেউ নেই। কয়েক বছর আগে ব্রিজটির আংশিক কাজ করা হলেও আবারও সংস্কার বা পুননির্মাণ দরকার বলে জানিয়েছেন এলাকার কয়েক জন যেমন  এলাকার বাসিন্দা মোঃ মস্তফা হাওলাদার আমাদের প্রতিনিধিকে বলেন জন গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে আগে বহু মটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে সংক্ষেপে কোটালিপাড়া শুয়াগ্রাম সহ দুর দুরন্তে যাতায়াত করা হতো।

আর এখন গাড়ি তো দুরে থাক মানুষের চলাচলের ও অনুপযোগী হয়ে দাড়িয়েছে।  এই ব্রিজ এর আওতায় রয়েছে কয়েকটি স্কুল-মাদ্রাসা মন্দির  গির্জা  সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙা চুড়া এই ব্রিজ দিয়ে চলাচলের সময় প্রায়ই পা পিছলে পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থী সহ চলাচল রতো পথচারী গন। অচিরেই ব্রিজটির পুননির্মাণের দাবি করেছেন এলাকার সাধারন জনগন। এসম্পর্কে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানিয়েছেন  জন গুরুত্বপূর্ণ সেতুটি সংস্কার করা সহ সমস্যা সমাধানের আশ্বাস্ত করেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status