ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, আতঙ্কে শিক্ষার্থী-পথচারী
এ এইচ অনিক
|
![]() ভাঙা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, আতঙ্কে শিক্ষার্থী-পথচারী যোগাযোগ ব্যাবস্থায় সারাদেশের ন্যায় উজিরপুর উপজেলার বিভিন্ন সড়ক ও সেতু নির্মাণ হলেও সাতলা তথা বরিশাল, গোপালগঞ্জ সংযোগ সড়কের জন গুরুত্বপূর্ণ এই ব্রীজটি একযুগ ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও দেখার যেনো কেউ নেই। কয়েক বছর আগে ব্রিজটির আংশিক কাজ করা হলেও আবারও সংস্কার বা পুননির্মাণ দরকার বলে জানিয়েছেন এলাকার কয়েক জন যেমন এলাকার বাসিন্দা মোঃ মস্তফা হাওলাদার আমাদের প্রতিনিধিকে বলেন জন গুরুত্বপূর্ণ এই ব্রিজটি দিয়ে আগে বহু মটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন নিয়ে সংক্ষেপে কোটালিপাড়া শুয়াগ্রাম সহ দুর দুরন্তে যাতায়াত করা হতো। আর এখন গাড়ি তো দুরে থাক মানুষের চলাচলের ও অনুপযোগী হয়ে দাড়িয়েছে। এই ব্রিজ এর আওতায় রয়েছে কয়েকটি স্কুল-মাদ্রাসা মন্দির গির্জা সহ বিভিন্ন প্রতিষ্ঠান। ভাঙা চুড়া এই ব্রিজ দিয়ে চলাচলের সময় প্রায়ই পা পিছলে পড়ে দূর্ঘটনার শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থী সহ চলাচল রতো পথচারী গন। অচিরেই ব্রিজটির পুননির্মাণের দাবি করেছেন এলাকার সাধারন জনগন। এসম্পর্কে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা জানিয়েছেন জন গুরুত্বপূর্ণ সেতুটি সংস্কার করা সহ সমস্যা সমাধানের আশ্বাস্ত করেন তিনি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |