ফ্রিল্যান্সারদের পরিচালিত পাঠদান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতার দাবিতে সংবাদ সম্মেলন
এম রোমানিয়া খুলনা
|
![]() ফ্রিল্যান্সারদের পরিচালিত পাঠদান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতার দাবিতে সংবাদ সম্মেলন রে আসছে। এই উদ্যোগটি একদিকে হাজারো শিক্ষিত তরুণের জন্য আত্মকর্মসংস্থানের পথ খুলে দিয়েছে,, অন্যদিকে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু সম্প্রতি খুলনা জেলা প্রশাসক খুলনাতে যোগদানের পর খুলনা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন একাডেমিক কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা প র্যন্ত অর্থাৎ বিদ্যালয় চালু থাকাকালীন কোনো কোচিং কার্যক্রম চালানো যাবে না। একই সঙ্গে তিনি সবাইকে 'শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০ ১২' মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। এই পরিস্থিতিতে ফ্রিল্যান্সারদের পরিচালিত পাঠদান কেন্দ্রগুলো খুলনা জেলা প্রশাসকের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে যে: শিক্ষার্থী এবং মূল শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির সাথে সামঞ্জস্য রেখে (ছুটির পর ও শুরুর পূর্বে) তাদের এই কেন্দ্রগুলো যেন নির্বিঘ্নে চালু রাখতে পারে। এতে করে হাজার হাজার বেকার সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |