ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৮ অক্টোবর ২০২৫ ২৩ আশ্বিন ১৪৩২
ফ্রিল্যান্সারদের পরিচালিত পাঠদান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতার দাবিতে সংবাদ সম্মেলন
এম রোমানিয়া খুলনা
প্রকাশ: Tuesday, 7 October, 2025, 6:56 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 October, 2025, 7:22 PM

ফ্রিল্যান্সারদের পরিচালিত পাঠদান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতার দাবিতে সংবাদ সম্মেলন

ফ্রিল্যান্সারদের পরিচালিত পাঠদান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ ও সহযোগিতার দাবিতে সংবাদ সম্মেলন

আজ খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন খুলনা জেলার শিক্ষিত বেকার সমাজ। যে বেকার সমাজ খুলনাতে দীর্ঘদিন ধরে বেকারত্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে নিজ উদ্যোগে বিভিন্ন পাড়া-মহল্লায় স্কুল/কলেজ শিক্ষার্থীদের জন্য একাডেমিক পাঠদান কেন্দ্র (যা প্রচলিতভাবে কোচিং সেন্টার নামে পরিচিত) পরিচালনা ক
রে আসছে। এই উদ্যোগটি একদিকে হাজারো শিক্ষিত তরুণের জন্য আত্মকর্মসংস্থানের পথ খুলে দিয়েছে,, অন্যদিকে শিক্ষার্থীদের শিক্ষাজীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

কিন্তু সম্প্রতি খুলনা জেলা প্রশাসক খুলনাতে যোগদানের পর  খুলনা জেলায় শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন একাডেমিক কোচিং কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা প
র্যন্ত অর্থাৎ বিদ্যালয় চালু থাকাকালীন কোনো কোচিং কার্যক্রম চালানো যাবে না। একই সঙ্গে তিনি সবাইকে 'শিক্ষা 
প্রতিষ্ঠানের শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা-২০
১২' মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন। এ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। 

 এই পরিস্থিতিতে ফ্রিল্যান্সারদের পরিচালিত পাঠদান কেন্দ্রগুলো খুলনা জেলা প্রশাসকের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে যে: শিক্ষার্থী এবং মূল শিক্ষাপ্রতিষ্ঠানের সময়সূচির সাথে সামঞ্জস্য রেখে (ছুটির পর ও শুরুর পূর্বে) তাদের এই কেন্দ্রগুলো যেন নির্বিঘ্নে চালু রাখতে পারে। এতে করে হাজার হাজার বেকার সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status