চট্টগ্রামের মদুনাঘাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() চট্টগ্রামের মদুনাঘাটে ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় আটক ৪ তবে এই ঘটনায় আজ বুধবার (৮ অক্টোবর) দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। বলা হচ্ছে নিহত ব্যক্তি বিএনপির কর্মী। তবে ঘটনার নিন্দা জানিয়ে নিহত হাকিম বিএনপি কর্মী নয় বলে এক বিবৃতিতে জানিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি। আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় জানানো হয়নি। জানা গেছে, গতকাল সন্ধ্যায় রাউজানের বাড়ি থেকে শহরে ফেরার পথে হাটহাজারীর মদুনাঘাট এলাকায় গুলিতে খুন হন রাউজানের বিএনপি দলীয় সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ব্যবসায়ী আব্দুল হাকিম। দুর্বৃত্তরা হাকিমের গাড়ি আটকিয়ে কাছ থেকে ১০ থেকে ১২ রাউন্ড গুলি করে চলে যায়। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার রাতে ও বুধবার স্থানীয় বিএনপি বিক্ষোভ করে রাউজানের কয়েকটি এলাকায়। তারা কাপ্তাই সড়ক কিছু সময় অবরোধও করে। তবে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছেন, হত্যাকারী ও হত্যার শিকার কেউই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত নন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |