আলফাডাঙ্গায় বিএনপি'র দু'নেতার বিরুদ্ধে দূর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় বিএনপি'র দু'নেতার বিরুদ্ধে দূর্নীতি ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক উপজেলাতে বিভক্ত বিএনপির একাংশের নেতা এসএম খোশবুর রহমান খোকন সদর বাজারস্ত তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এক লিখিত অভিযোগ পাঠ করে শোনান। সংবাদ সম্মেলনে আনিত অভিযোগে বলা হয়, গত ৩ অক্টোবর বোয়ালমারীর কথিত যুবদল নেতা বনি আমিন আলফাডাঙ্গা উপজেলা যুবদল নেতা রমজান শেখ ও উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিনের কাছ থেকে বিদেশে পাঠানোর কথা বলে ৬ লাখ টাকা গ্রহণ করেন। দুই মাসের মধ্যে প্রবাসে পাঠানোর আশ্বাস দেওয়া হলেও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হন বনি আমিন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি'র মতো ঘটনা ঘটে। উক্ত ঘটনার জের ধরে আলফাডাঙ্গা থানায় একটি পক্ষ বিশেষ প্রভাব খাটিয়ে মিথ্যা মামলা দায়ের করায়, যা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলকে আরও জটিল করে তোলে। মামলাটি আলফাডাঙ্গা জিআর-১১১/২৫ নম্বরে নথিভুক্ত হয়। এতে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আব্দুল মান্নান মিয়া আব্বাস ও সাবেক সদস্য সচিব নুর জামাল খসরু'র বিরুদ্ধে পুলিশ প্রশাসনের সঙ্গে মিলে অনৈতিক সুবিধা গ্রহণের অভিযোগ ও তোলা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা খোকন সহ অন্যান্য নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন,, আব্বাস ও খসরু দলীয় গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘদিন ধরে থানাকে অঘোষিত বাড়ি হিসেবে ব্যবহার করে আসছেন। তাদের বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে দালালি, শালিস বাণিজ্য ও জনগণের কাছ থেকে টাকা আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া, আওয়ামী লীগের আমলে সাবেক ইউএনও’র কাছে লিখিত মুচলেকা দিয়ে তিনি আর বিএনপি'র রাজনীতি করবেন না এমন অভিযোগও করা হয় আব্বাসের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, সাবেক সদস্য সচিব নুর জামাল খসরু আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনের ঘনিষ্ঠ হয়ে দীর্ঘদিন যাবৎ অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসতেন। দলের নির্দেশনাকে উপেক্ষা করে শালিস ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন তারা। উল্লেখযোগ্য যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে এসব কার্যক্রম বন্ধের নির্দেশ ও তাগিদ দিয়েছেন বারবার। ইহা ছাড়াও আব্দুল মান্নান মিয়া আব্বাসের বিরুদ্ধে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে তিনি দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অভিযুক্ত থাকায় তিনি কোনো হিসাব না দিয়ে দায়িত্ব ত্যাগের অভিযোগও তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ জানান, আব্বাস ও খসরু মূলত ফ্যাসিবাদী সরকারের দোসরদের পুনর্বাসনের মাধ্যমে উপজেলা বিএনপিকে বিভক্ত করতে চান। তারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং সাধারণ নেতাকর্মীদের আস্থা হারাচ্ছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং দেশবাসীর কাছে এ দুই নেতার বিচার দাবি করেন। এ সংবাদ সম্মেলনে খোসবুর রহমান খোকন সহ উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও আলফাডাঙ্গা পৌর শ্রমিক দলের সভাপতি কাইয়ুম শিকদার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো: নজরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান দাউদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহ মুসা, যুবদল নেতা রমজান হাসান, উপজেলা তাঁতী দলের সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ, আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তাজীম আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতাকর্মীরা। প্রসঙ্গত, আলফাডাঙ্গায় উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন শিরোনামে গত ৪ অক্টোবর শনিবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা জাতীয়তাবাদী দলের (বিএনপি'র) পক্ষ থেকে বিএনপি এক অংশের নেতা আব্দুল মান্নান মিয়া আব্বাস ও নূর জামাল খসরু বিএনপির অপর অংশের নেতা এসএম খোসবুর রহমান খোকনের সঙ্গে যাহারা বিএনপি নেতা দাবি করছেন তারা বহিষ্কৃত নেতা আখ্যা দিয়ে এক সংবাদ সম্মেলন করেছিলেন। তারই প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন বিএনপি নেতা খোসবুর রহমান খোকন। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |