কালিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবসে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত
ইয়ারব হোসেন, সাতক্ষীরা
|
![]() কালিগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবসে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দের নেতৃত্বে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শংকর কুমার দে এর সভাপতিত্বে এবং যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. আকরাম হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অমিত কুমার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. বুলবুল কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ ওয়াসীম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, খামারী, সূধী ও সাংবাদিকবৃন্দ। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |