খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কে অবরোধ শিথিল, অন্যান্য সড়কে চলছে অবরোধ
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() খাগড়াছড়ি-চট্টগ্রাম-ঢাকা সড়কে অবরোধ শিথিল, অন্যান্য সড়কে চলছে অবরোধ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ‘জুম্ম-ছাত্র জনতা’র মিডিয়া সেল। বিবৃতিতে বলা হয়, খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম সড়কে দুপুর ১২টার পর থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অবরোধ শিথিল করা হয়েছে। তবে অন্যান্য সড়কে অবরোধ চলবে। লাশ সৎকার ও আহত সুচিকিৎসা নিশ্চিত করার জন্য অবরোধ শিথিল করা হয়েছে। এ দিকে টানা তৃতীয় দিনের মতো খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ চলছে। চলাচল করছে না অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব সড়কে যানবাহন। নতুন করে সোমবার তিন পার্বত্য জেলায় সড়ক অবরোধ ডাকা হয়েছে। তবে গতকালের সহিংসতার পর খাগড়াছড়ি ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল রেখেছে স্থানীয় প্রশাসন। শহর ও শহরতলীর সড়কগুলো ফাঁকা পড়ে আছে। জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। চট্টগ্রাম ও ফেনী থেকে লংগদু, বাঘাইছড়ি, পানছড়িসহ বিভিন্ন বাজারের কাঁচামালবাহী ট্রাক ও পিকআপ আটকে থাকায় ব্যবসা-বাণিজ্য কার্যত অচল হয়ে পড়েছে। পচে যাচ্ছে ডিম, আলু পেয়াজসহ পণবাহী মালামাল। বিভিন্ন স্থানে পুলিশ, আর্মড পুলিশ, বিজিবি মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী রাস্তা রাস্তায় টহল দিতে দেখা গেছে। খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর ময়নাতদন্ত করা হবে।খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা চলছে। এখনো ১৪৪ ধারা বহাল রয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |