|
সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
সাব্বির মির্জা,তাড়াশ
|
![]() সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার স্থানীয়রা জানায়, ভোরে সড়কের পাশে লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, রাতে দ্রুতগামী কোনো যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তারা আরো জানায়, নিহত নারী এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এটি সড়ক দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তবে তার পরিচয় এখনো জানা যায়নি। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
