|
লটারিতে ৬৩ কোটি টাকার মালিক হলেন বাংলাদেশি
নতুন সময় ডেস্ক
|
![]() লটারিতে ৬৩ কোটি টাকার মালিক হলেন বাংলাদেশি এই ড্র-এ আরও ছয়জন অংশগ্রহণকারী সান্ত্বনা পুরস্কার হিসেবে পেয়েছেন ৫০ হাজার দিরহাম করে। পাশাপাশি, ‘বিগ উইন হুইল’ ঘুরিয়ে চারজন প্রতিযোগী পেয়েছেন ৫০ হাজার থেকে এক লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত পুরস্কার। উল্লেখ্য, গত মাসেও আরেক বাংলাদেশি, ৪৩ বছর বয়সী ইলেকট্রিশিয়ান মোহাম্মদ নাসের বেলাল বিগ টিকিটে জিতেছিলেন ২৫ মিলিয়ন দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৯ কোটি টাকা)। আগামী ৩ সেপ্টেম্বর লাইভ ড্র-এ বিজয়ী ঘোষণা করা হবে ১৫ মিলিয়ন দিরহামের আগস্ট মাসের গ্র্যান্ড প্রাইজের। একই রাতে আরও ছয়জন প্রতিযোগী পাবেন এক লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
