|
গলাচিপায় বকুলবাড়িয়া চেয়ারম্যান শহিদুল ইসলাম আটক
মু. জিল্লুর রহমান জুয়েল, গলাচিপা
|
![]() গলাচিপায় বকুলবাড়িয়া চেয়ারম্যান শহিদুল ইসলাম আটক সোমবার ২১ জুলাই বেলা এগারোটার সময় বকুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সামনের রাস্তা থেকে গলাচিপা থানা ও কলাগাছিয়া তদন্ত কেন্দ্রের পুলিশের যৌথ অভিযানে বকুলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করে। গলাচিপা থানার ( ওসি) মোঃ আসাদুর রহমান নতুন সময় কে জানান, বিভিন্ন তথ্যের মাধ্যমে বকুলবাড়িয়া চেয়ারম্যান শহিদুল ইসলাম হাওলাদারকে ডেভিল হ্যান্ড অপারেশনের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৫০৬/১১৪/৩০৭/৩৮০ পনোল কোড, তৎসহ 6/3/3A/4 The Explosive Substances Act, 1908 মামলায় তাকে গ্রেফতার করা হয়। যার মামলা নম্বর ২০২৫; জিআর নং-৬২। বর্তমানে তাকে পটুয়াখালী সদর থানার মাধ্যমে জেল কারাগারে পাঠানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
