|
তাড়াশে মৎস্য চাষ প্রকল্পে স্থান পেল প্রকৃত সুফলভোগীরা, গঠিত হয়েছে কার্যকরী কমিটি
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে মৎস্য চাষ প্রকল্পে স্থান পেল প্রকৃত সুফলভোগীরা, গঠিত হয়েছে কার্যকরী কমিটি গত মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় পুকুর পাড়েই সুফলভোগীদের উপস্থিতিতে এক সভার মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে সমাজ ভিত্তিক মৎস্য চাষ ব্যবস্থাপনা নীতিমালা, ২০১১ অনুযায়ী ৭ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হন মজিবর রহমান। সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন মনজু হোসেন। সাধারণ সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয় ফারুক হোসেনকে। এছাড়াও সদস্য হিসেবে আছেন মোয়াজ্জেম হোসেন, আব্দুল খালেক ও মোছাঃ সেলিনা খাতুন। সভায় বক্তারা বলেন, তালিকা সংশোধনের মাধ্যমে প্রকৃত সুফলভোগীদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে প্রকল্পের মূল উদ্দেশ্য বাস্তবায়ন হয়। মৎস্যচাষ ব্যবস্থাপনায় নিয়ম মেনে সকলে অংশগ্রহণ করতে পারলে প্রকল্প হবে আরও ফলপ্রসূ। এদিকে, এর আগে 'তাড়াশে সুফলভোগী তালিকায় অনিয়মঃ নানা অভিযোগ' শিরোনামে বিভ্রান্তিকর একটি সংবাদ প্রকাশিত হয়, যেখানে প্রকৃত তথ্য না জেনে একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করায় স্থানীয়দের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। প্রকৃতপক্ষে, তালিকা যাচাই-বাছাই করে সুফলভোগীদের মধ্যে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে এই নতুন কমিটি গঠন করা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
