|
ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরায়েলের দিকে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান মঙ্গলবার (১৭ জুন) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়। টাইমস অব ইসরায়েল বলছে, সন্ধ্যার পর ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এরপর মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বাজছে। যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকদের বোমা আশ্রয়কেন্দ্রে প্রবেশ করতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, কিছুক্ষণ আগে ইরান থেকে ইসরায়েলে ছোড়া বেশিরভাগ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হয়েছিল। ইরান থেকে ১০টিরও কম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। হোম ফ্রন্ট কমান্ড জানায়, যেসব এলাকায় সাইরেন বাজছে, সেখানকার বেসামরিক নাগরিকরা আশ্রয়স্থল ছেড়ে যেতে পারেন। সাইরেন বাজানোর প্রায় পাঁচ মিনিট আগে আইডিএফ আগাম সতর্কতা জারি করেছিল। প্রসঙ্গত, গত ১৩ জুন ভোরে হঠাৎ ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক স্থাপনায় হামলা চালায় ইহুদিবাদী সেনারা। সেই থেকে চলমান সংঘাতে এখন পর্যন্ত উভয় দেশের অনেকে নিহত ও আহত হয়েছেন। তবে এই সহিংস পরিস্থিতি থামাতে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
