|
নাজিরপুরে চলছে অবৈধ গ্যাস কারখানা
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() নাজিরপুরে চলছে অবৈধ গ্যাস কারখানা স্থানীয়রা আরও অভিযোগ করেন, মাটিভাংগা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় এমন অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন কাটা রফিক নামের এক আওয়ামী লীগ নেতা কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেননি। অতীতে উপজেলা কৃষক লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম বাবুলকে মাসোওয়ারা দিয়ে চালাতেন এ অবৈধ কারখান। অভিযোগ পেয়ে সোমবার (১৬ জুন ) বিকেলে সাংবাদিকেরা কারখানায় গেলে দ্রুত সটকে পড়েন কারখানার মালিক ও শ্রমিকেরা। এসময় কারখানাটি অবরুদ্ধ করে রাখেন স্থানীয়রা। সাংবাদিকরা বিষয়টি প্রশাসনকে অবগত করলে ঘটনা স্থলে উপস্থিত হন পিরোজপুরের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন, সেনাবাহিনীর মেজর ইশরাক এর একটি টহল টিম, পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম। কারখানা ঘুরে বিভিন্ন ব্রান্ডের স্টিকার ও খালি গ্যাস সিলিন্ডার ক্যাপসহ নানা ধরনের উপকরন দেখতে পান। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য মো. লিপু শরীফের জিম্মায় রাখেন এবং পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের স্বার্থে স্থানীয় জনতাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। ![]() নাজিরপুরে চলছে অবৈধ গ্যাস কারখানা একই জায়গার বাদশা মিয়া ১ শতক ও সবুর ৩ শতক জমি জোড় করে দখল নিয়েছে। সবুর ও বাদশা মিয়া জানান, গায়ের জোড়ে গ্যাস ব্যবসায়ী কাটা রফিক আমাদের জমি দখল করে নিয়েছে। রফিকের বিরুদ্ধে কথা বলতে গেলে সে তাদের হুমকি দেয়। ![]() নাজিরপুরে চলছে অবৈধ গ্যাস কারখানা স্থানীয় কয়েকজন জানান, রাত-দিন এখানে ট্রাকে আনলোড হয়। এশব্দে তারা ঘুমাতে পারেনা। ইতিপূর্বে এখানে কয়েকবার আগুন লেগেছে। গ্যাসের গন্ধে এলাকার লোকজনের থাকা কষ্টের। অভিযোগের ব্যাপারে কাটা রফিক গ্যাস কারখানা মালিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি খুলনাতে আছেন বলে ফোন কেটে দিয়ে। তারই বোন জামাই স্বরুপকাঠী উপজেলার ব্যবসায়ী জাকিরকে পাঠিয়ে সাংবাদিক ম্যানেজ করার চেষ্টা করেন। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকির হোসেন বলেন, অভিযুক্ত রফিক একজন গ্যাস ব্যবসায়ী। তিনি বিভিন্ন কোম্পানির গ্যাস বিক্রি করেন। খালি বোতল গুলো নিজের মত করে রিফিল করে বিভিন্ন কোম্পানির ট্যাগ লাগিয়ে বিক্রি করে যা সম্পূর্ণ অবৈধ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
