|
শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ২ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা
মোঃ আলফাত হোসেন, শ্যামনগর
|
![]() শ্যামনগরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, ২ দোকানিকে ৪০ হাজার টাকা জরিমানা মঙ্গলবার (১৭ জুন) বেলঅ ১১টায় শ্যামনগর বাসস্ট্যান্ড এলাকার দুটি মিষ্টির দোকানে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলা সদরের অভিযান পরিচালনা করেন তারা। অভিযানে গিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে তা বিক্রি করার প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় প্রমিজ সুইটস্ ও মিষ্টি মহল এন্ড সাতক্ষীরা ঘোষ ডেয়ারি নামের দুটি মিষ্টির দোকানের স্বত্বাধিকারকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন জানান, জরিমানা করা প্রতিষ্ঠান দুটিকে মানসম্মত পরিবেশে মিষ্টি বিক্রয়ের নির্দেশ দেওয়া হয়েছে। ভোক্তা অধিকার নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তাড়াশে জমি নিয়ে বিরোধের ঘটনায় একই পরিবারের সাজাপ্রাপ্ত ৯ জন গ্রেফতার
ঘিলাছড়ি বাজারে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান
নির্বাচিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না: পাইকগাছায় এমপি প্রার্থী বাপ্পি
হালদা নদীকে 'মৎস্য হেরিটেজ এলাকা' ঘোষণা, ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা
