|
নাটোরে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে ভেজাল আইসক্রিম তৈরির দায়ে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা মঙ্গলবার (১৭ জুন ২০২৫) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোর জেলা কার্যালয় মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, অমৃতপুর বাজারে অবস্থিত "নাজমুল সুপার আইসক্রিম" নামক প্রতিষ্ঠানটি আইসবার তৈরিতে ক্ষতিকর রাসায়নিক উপাদান সোডিয়াম সাইক্লোমেট (ঘনচিনি নামে পরিচিত) ব্যবহার করছে এবং ভূয়া লেবেল দিয়ে তা বাজারজাত করছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪২ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক নাজমুল ইসলাম (বয়স ২৮), পিতা: ইছার উদ্দিন, ঠিকানা: অমৃতপুর বাজার স্কুল সংলগ্ন, লালপুর, নাটোরকে তাৎক্ষণিকভাবে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানটি পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বাংলাদেশ আনসার বাহীনির একটি চৌকস দল। অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এই ধরনের ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
