সোনারগাঁয়ে ৩ মাসেও অজ্ঞাতনামা পুরুষ মৃতদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() সোনারগাঁয়ে ৩ মাসেও অজ্ঞাতনামা পুরুষ মৃতদেহের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল জলিল জানান, গত গত ১৯ মার্চ সোনারগাঁ পৌরসভার নোয়াইল গ্রামের জৈনক আলমগীরের পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা এক পুরুষের মৃতদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে এসআই ইকরাম উজ্জামান মৃতদেহটি উদ্ধার করে। কিন্ত মৃতদেহটি অর্ধগলিত হওয়ায় তার পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে মৃতদেহের সনাক্তকরণের চেষ্টা অব্যাহত আছে। তিনি আরো বলেন, উক্ত ব্যক্তির পরিচয় সংক্রান্তে কোন তথ্য পাওয়া গেলে নিচের মোবাইল নাম্বারের যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান। অফিসার ইনচার্জ, সোনারগাঁ থানা, নারায়ণগঞ্জ, মোবাইল-০১৩২০-০৯০৫৩৩, তদন্তকারী অফিসার, এসআই (নিঃ) মো. আব্দুল জলিল মোবাইল-০১৭১২-৫৮৬০২৪ ও ডিউটি অফিসার, মোবাইল- ০১৩২০-০৯০৫৩৮। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |