পটুয়াখাতে নিখোঁজ কিশোরী'কে মোবাইল টাওয়ারের চূড়া থেকে উদ্ধার !
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
|
![]() পটুয়াখাতে নিখোঁজ কিশোরী'কে মোবাইল টাওয়ারের চূড়া থেকে উদ্ধার ! ঘটনাটি ঘটেছে দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাইওয়ে সড়কের পাশে রবিবার দুপুর বারো টার দিকে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উদ্ধার কৃত কিশোরী বেতাগী সানকিপুর ইউনিয়নের বেতাগী গ্রামের মোঃ জাহঙ্গীর সর্নামত এর বড় মেয়ে। পরিবারের সূত্রে জানা যায়, মানসিক ভারসম্যহীন এবং জিনপরির তাকে মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। ১৪ জুন শনিবার সন্ধ্যার সময় কাউকে না জানিয়ে ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি কারে না পেয়ে রাতে মাইকিং করে হারানোর খবর প্রচার করেন। রবিবার বেলা এগারোটার সময় এক অটোরিকশা চালক বেতাগী বাজারের পশ্চিম পাশে গ্রামীন টাওয়ারে চূড়ায় কাউকে দেখতে পেয়ে এলাকার লোক জনকে জানালে, দশমিনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পল্লি বিদ্যুৎ এর উদ্ধার কর্মীরা ঘটনা স্থলে পৌছেঁ যৌথভাবে কিশোরী কে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে উদ্ধার কর্মীরা । উদ্ধার হওয়া কিশোরীর বাবা মোঃ জাহাঙ্গীর বলেন, মেয়ে'র সাথে জ্বী পরীর আছর আছে, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় নিয়ে যায়, এর আগেও মাদারগাছ ও বটগাছ থেকে বহুবার উদ্ধার করছি। এছাড়াও অনেকবার নিখোঁজ হয়েছে ৭/৮ দিন আগেও বাউফল ও গলাচিপা থেকে উদ্ধার করেছি। দশমিনা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর( লিডার) আনোয়ার হোসেন জানান, আমাদের অফিস নাম্বারে রবিবার বেলা এগারোটা ২৫ মিনিটে ৯৯৯ এবং স্থানীয়রা কল করে বিষয়টি জানালে আমরা ঘটনা স্থলে এসে উদ্ধার কাজ পরিচালনা করি। বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারনে আমাদের উদ্ধার কাজে সমস্যা হলেও মেয়ের চাচা' ইসরাক এবং পল্লি বিদ্যুৎ এর উদ্ধার কর্মীদের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আনুমানিক প্রায় আড়াই'শ ফিট উচ্চতা থেকে ঐ কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার কাজ সম্পন্ন করি। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |