ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১২ জুলাই ২০২৫ ২৮ আষাঢ় ১৪৩২
হঠাৎ ভারতে নামল এফ-৩৫ যুদ্ধবিমান, রহস্য কী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 15 June, 2025, 3:35 PM

হঠাৎ ভারতে নামল এফ-৩৫ যুদ্ধবিমান, রহস্য কী?

হঠাৎ ভারতে নামল এফ-৩৫ যুদ্ধবিমান, রহস্য কী?

বর্তমানে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা চলছে। এ দুই শক্তিশালী পক্ষের সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধ ছড়ানোর আশঙ্কাও প্রবল হচ্ছে। এই সময়ে ইরান তাদের ওপর হামলার জন্য ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রকে দায়ী করছে। একই সঙ্গে ইরানকে সাহায্যের জন্য রাশিয়া এবং চায়না যুক্ত হওয়ার খবরও উড়িয়ে দিচ্ছে না মিডিয়া গুলো। এমন একটি পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ঠিকাদার লকহিড মার্টিন পরিচালিত এফ-৩৫ যুদ্ধবিমান ভারতে নেমেছে।

এ ঘটনাকে কেউ মেলাচ্ছে ইরান-ইসরায়েল যুদ্ধের সঙ্গে আবার কেউ কেউ ভারত-পাকিস্তানের উত্তেজনার সঙ্গে মেলানোর চেষ্টা করছে। যদিও হঠাৎ করে যুদ্ধবিমানের অবতরণ বলে প্রচার করছে ভারতের পক্ষ থেকে।

রোববার (১৫ জুন) এক প্রতিবেদনে যুদ্ধবিমানের অবতরণ প্রসঙ্গে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ঘটনা বিরল হলেও একেবারে ব্যতিক্রম নয়। এফ-৩৫বি সংস্করণটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ছোট রানওয়ে থেকে উড্ডয়ন এবং উল্লম্বভাবে অবতরণের জন্য। এতে ক্যারিয়ারে অবতরণের জন্য ক্যাটাপল্ট সিস্টেমের প্রয়োজন হয় না।

এফ-৩৫ যুদ্ধবিমানটি বিশ্বের অন্যতম উন্নত মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এটির স্টেলথ প্রযুক্তি, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা ও উন্নত তথ্য শেয়ারিং ক্ষমতা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইসরায়েল এবং ন্যাটো জোটের আধুনিক বিমান কৌশলের অন্যতম মূল স্তম্ভ।

পঞ্চম প্রজন্মের এই স্টেলথ যুদ্ধবিমানটি বর্তমানে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মোতায়েন থাকা ব্রিটিশ রণতরী এইচএমএস প্রিন্স অব ওয়েলস-এর ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ। সম্প্রতি এটি ভারতীয় নৌবাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়াও শেষ করেছে।

অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানটি যুক্তরাজ্যের বিমান বাহিনীর এবং আকাশে উড়তে উড়তে গভীর রাতে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বিমানবন্দরে অবতরণ করে।

সংবাদমাধ্যমটি বলছে, এফ-৩৫বি লাইটনিং টু যুদ্ধবিমান ভারতের কেরালার তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার গভীর রাতে জরুরি অবতরণ করেছে। ভারত মহাসাগরের ওপর একটি রুটিন মিশনের সময় এটি জ্বালানি সংকটে পড়ে এবং এরপরই জরুরি অবতরণ করে সেটি।

তবে কেন যুদ্ধবিমানটি নিজ রণতরী প্রিন্স অব ওয়েলস-এ ফিরে যেতে পারেনি, তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানবাহী ওই রণতরীর আশপাশে খারাপ আবহাওয়া থাকার কারণে সেখানে নিরাপদে নামা সম্ভব হয়নি।

রোববার সকাল পর্যন্ত যুদ্ধবিমানটি কেরালার তিরুবনন্তপুরম বিমানবন্দরেই অবস্থান করলেও এ বিষয়ে এখনও পর্যন্ত যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা লকহিড মার্টিন আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি দেয়নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status