নাটোরে সেনাবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে আটক ৮
মোঃ রাসেল ,নাটোর
|
![]() নাটোরে সেনাবাহিনীর অভিযানে জুয়ার আসর থেকে আটক ৮ আটকৃতরা হলেন, বদরুলের ছেলে রকি খান (২৫), আইয়ুব আলীর ছেলে সজীব ইসলাম (২২), খালেক মোল্লার ছেলে জাকির মোল্লা (২০), ফারুক হোসেনের ছেলে মারুফ হোসেন (১৫), অমিত বেপারীর ছেলে সুখ চাঁদ বেপারী (২৬), আলম চানের ছেলে সবুজ (২৫), আক্কাসের ছেলে সালাম (৪০), ছবির শেখের ছেলে রাজন শেখ (১৭)। এ সময় তাদের কাছ থেকে নগদ ২৯,৭৪০ টাকা উদ্ধার করে সেনাবাহিনী। পরে তাৎক্ষণিক তাদের লালপুর থানায় হস্তান্তর করা হয়। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |