ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
বৃষ্টিতে ঈদযাত্রার প্রস্তুতি নেবেন যেভাবে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 June, 2025, 4:50 PM

বৃষ্টিতে ঈদযাত্রার প্রস্তুতি নেবেন যেভাবে

বৃষ্টিতে ঈদযাত্রার প্রস্তুতি নেবেন যেভাবে

শহরের ব্যস্ততা পেছনে ফেলে ঈদে বাড়ির পথে যাত্রা করার সময়টা অনেকের জন্য বছরের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত। তবে এবছর ঈদযাত্রাটা বৃষ্টিতে কাটতে পারে। ঈদের আগে হাজারো মানুষ যখন রাজধানী ঢাকা বা বড় শহরগুলো থেকে বেরিয়ে যান গ্রামের পথে, তখন সড়ক, রেল ও নৌপথে চাপ তৈরি হয়। এই সময় একটি হালকা বৃষ্টি যেমন যাত্রাকে মনোরম করে তুলতে পারে, তেমনি ভারী বৃষ্টি যাত্রাকে রীতিমতো দুর্বিষহ করে তুলতে পারে।

ঢাকার গাবতলী, মহাখালী বা সায়েদাবাদ টার্মিনাল প্রতিটি জায়গায় হাজারো যাত্রীর ভিড়। কেউ বাসে উঠছেন, কেউ ট্রেনে, কেউবা লঞ্চে। যদি হঠাৎ ঝুম বৃষ্টি নামে? ছাতা বা রেইনকোট না থাকলে ভিজে যাওয়া নিশ্চিত। এতে ঠান্ডা-জ্বর তো হতেই পারে, আবার বৃষ্টির পানিতে ভিজে ব্যাগের ভেতরের জামাকাপড়, মোবাইল, কাগজপত্রও নষ্ট হয়ে যেতে পারে।

তাই নিতে হবে কিছু পূর্ব প্রস্তুতি, যা আপনাকে বৃষ্টি থেকে রাখবে নিরাপদ-

১. ছাতা বা রেইনকোট: ছাতা বা রেইনকোট আপনার ঈদযাত্রার গন্তব্যে পৌঁছানো সহজ করতে পারে। বিশেষ করে ট্রেন বা বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকতে হলে এটা খুব দরকারি।

২. পলিথিন বা ওয়াটারপ্রুফ ব্যাগ কাভার: ব্যাগ বা লাগেজের উপরে আলাদা করে পলিথিন দিয়ে মোড়ানো ভালো। বাজারে ওয়াটারপ্রুফ ব্যাগ কাভারও পাওয়া যায়, যা বৃষ্টিতে ভিজে যাওয়া রোধ করবে।

৩. স্যান্ডেল নয়, জলরোধী জুতা: যারা হাঁটতে হবে বলে স্যান্ডেল পরেন, তারা খেয়াল রাখবেন, জল জমে থাকলে স্যান্ডেল পিছলে যেতে পারে। বরং নন-স্লিপ জলরোধী জুতা বা ক্যাজুয়াল ট্র্যাক শু পরা ভালো।

৪. প্যাকিংয়ের সময় পরিকল্পনা: ভেতরের জামাকাপড় ও মূল্যবান জিনিসগুলো আলাদা করে পলিথিনে রেখে ব্যাগে রাখলে নিরাপদ থাকবে। বিশেষ করে মোবাইল চার্জার, ওষুধ, মূল্যবান কাগজপত্র ইত্যাদি।

৫. বৃষ্টি উপযোগী পোশাক: হালকা সুতির জামা পরে যাত্রা করলে তাড়াতাড়ি শুকাবে, আর ভারী পোশাক ভিজলে কষ্ট বাড়ায়। তাই আবহাওয়া অনুযায়ী পোশাক নির্বাচন করুন।

তবে যারা প্রাইভেট গাড়ি বা মাইক্রোবাসে যাচ্ছেন, তারা যেন গাড়িতে ছোট একটি ছাতা, অতিরিক্ত তোয়ালে ও পলিথিন রাখেন। গাড়ি চলার সময় যদি হঠাৎ দরজা খুলে বৃষ্টি ঢুকে পড়ে বা বাইরে কোথাও থামতে হয়, তখন এগুলো কাজে আসে।

বৃষ্টি মানেই শুধু ভোগান্তি নয়। বৃষ্টি অনেক সময় ঈদযাত্রায় এক ভিন্ন মাত্রা যোগ করে। ট্রেনের জানালার পাশে বসে ঝিরঝিরে বৃষ্টি দেখা, লঞ্চে বসে দূরের আকাশে বৃষ্টির নাচন, বা বাসের জানালা দিয়ে বৃষ্টিভেজা সবুজ মাঠ সবই এক ধরনের প্রশান্তি এনে দেয়। তাই প্রস্তুতি থাকলে বৃষ্টিকে ভয় নয়, বরং উপভোগ্য করে তোলা যায়।

প্রতিটি ঈদ মানেই পরিবারের কাছে ফিরে যাওয়ার আনন্দ। কিন্তু এই আনন্দ যেন ভোগান্তির মধ্যে হারিয়ে না যায়, তাই নিজের নিরাপত্তা, আরাম ও স্বাস্থ্যকে গুরুত্ব দিয়ে প্রস্তুতি নেয়া জরুরি। বৃষ্টি থাকবে, তবুও প্রস্তুতি থাকলে ঈদের যাত্রা হবে আরও রঙিন, নিরাপদ ও আনন্দময়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status