|
শেরপুরে গ্রামের বাড়িতে ঈদ করা হলো না বাবা ও ২ ছেলের : এলাকায় শোকের ছায়া
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() শেরপুরে গ্রামের বাড়িতে ঈদ করা হলো না বাবা ও ২ ছেলের : এলাকায় শোকের ছায়া এছাড়া আহত হয়েছেন আমজাদ মণ্ডলের স্ত্রী মাকসুদা বেগম (৩৫) ও ছেলে রাহাতের স্ত্রী মরিয়ম (১৮)। নিহত আমজাদ ঢাকায় ঠিকাদারি ব্যবসা করতেন। তারা গ্রামের বাড়িতে ঈদ করতে স্ব-পরিবারে ঢাকা থেকে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন। নিহতদের স্বজনেরা জানান, আমজাদ মণ্ডল দীর্ঘদিন ধরে ঢাকার মাদারটেক এলাকায় সপরিবার বসবাস করতেন। ঈদ উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে মঙ্গলবার সকাল ৬টার দিকে একটি মাইক্রোবাসযোগে শেরপুরের উদ্দেশে রওনা দেন। সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করটিয়া বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই আমজাদ মণ্ডল ও তাঁর দুই ছেলে রাহাত ও অতুল নিহত হন। আহত হন আমজাদের স্ত্রী মাকসুদা বেগম ও ছেলে রাহাতের স্ত্রী মরিয়ম। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে টাঙ্গাইল জেলা পুলিশ আমজাদ মণ্ডলের গ্রামের বাড়িতে যোগাযোগ করে তিনজনের মৃত্যুর কথা জানায়। সরেজমিনে কামারেরচর এলাকায় নিহতদের বাড়ি গিয়ে দেখা যায়, নিহতদের গ্রামের বাড়িতে একসঙ্গে তিনটি খাটিয়ায় রাখা হয়েছে লাশ। বাড়ির অদূরে পারিবারিক কবরস্থানে ৩টি কবর খোঁড়া হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। ছোট ভাই ও দুই ভাতিজাকে হারিয়ে কিছুক্ষণ পরপর মূর্ছা যাচ্ছিলেন সফর উদ্দিন মণ্ডল। স্বজন ও গ্রামের নারী-পুরুষ বাড়িতে ভিড় করছিলেন। আমজাদ মণ্ডলের মা কিছুটা মানসিক ভারসাম্যহীন। তিনি বুঝতে পারছেন না তার ছেলে ও দুই নাতি আর কখনোই ফিরে আসবেন না।নিহত আমজাদ মণ্ডলের ভাই সফর উদ্দিন মণ্ডল বলেন, ঈদ করার জন্য আমার ভাই, ভাতিজা ও তাদের পরিবারের সদস্যরা বাড়ি আসছিল। আমাকে বলেছিল, বাড়ি এসে হাট থেকে কোরবানির জন্য গরু কিনবে। কিন্তু একটা দুর্ঘনায় সব শেষ হয়ে গেল। কান্নাজড়িত কণ্ঠে নিহত আমজাদ মণ্ডলের ছোট বোন মোর্শেদা বেগম বলেন, সকালে হঠাৎ পুলিশের ফোনে আসে। সেখান থেকে জানানো হয়, আমার ভাই ও তার দুই ছেলে আর নেই। প্রতিবছর আমার ভাই এসে আমাদের সঙ্গে ঈদ করত। এবার সব উলটপালট হয়ে গেল। আল্লাহ আমাদের এই কষ্ট কেমনে দিলা। আমগর তো আর ঈদ করা হলো না। ভাইরে ছাড়া কেমনে ঈদ পার করমু। কামারেরচর গ্রামের বাসিন্দা মো. মজনু বলেন, ঈদ করতে পরিবার নিয়ে বাড়ি আসছিলেন আমজাদ মণ্ডল। কিন্তু একটি দুর্ঘটনায় সব শেষ। একসঙ্গে তিনজনের জানাজা করতে হল। রাতেই নিহতদের জানাজা শেষে দাফন করা হয়েছে। তাদের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরাইলে পুকুরে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই বিপ্লব সফল হয়েছে তেমনি ধানের শীষের ভোট বিপ্লব হবে : এমপি প্রার্থী বাপ্পি
বঞ্চনার পথ পেরিয়ে রাঙামাটির প্রার্থী: দীপেন দেওয়ান প্রমাণ করলেন, নেতা এক দিনে হয় না
