|
২০০টি দেশকে পেছনে ফেলে
বাংলাদেশ জয় করলো গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস বেস্ট কান্ট্রি এওয়ার্ড
নতুন সময় প্রতিবেদক
|
![]() বাংলাদেশ জয় করলো গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস বেস্ট কান্ট্রি এওয়ার্ড বাংলাদেশের এই স্বীকৃতি প্রমাণ করে যে, জেন বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, কহড়ষিবফমবঠধষব এবং অন্যান্য ইকোসিস্টেম পার্টনারদের যৌথ প্রচেষ্টায় দেশব্যাপী একটি শক্তিশালী উদ্যোক্তা পরিবেশ গড়ে উঠছে। জেন ক্যাম্পাস ঢাকা, স্মার্ট এক্সিলারেটর পোগ্রামস, শিমিনসডিজিটাল এবং ন্ট্রেপ্রেনারশিপ ওয়ার্ল্ডকাপ-এ বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ দেশের এই সাফল্য অর্জনে ভূমিকা রেখেছে। জেন বাংলাদেশের চেয়ারম্যান ড. মোঃ সবুর খান বলেন, “এই পুরস্কার বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, স্টার্টআপ, নারী উদ্যোক্তা এবং ইকোসিস্টেম নির্মাতাদের প্রতি একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এই অর্জন আমাদের সবাইকে আরও অনুপ্রাণিত করবে দেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে।” এই সম্মাননা বাংলাদেশের উদ্ভাবনী শক্তি এবং উদ্যোক্তা উন্নয়নের প্রতি বিশ্বব্যাপী স্বীকৃতি এবং নতুন আন্তর্জাতিক সহযোগিতার দিক উন্মোচন করবে। গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (এঊঘ) কর্তৃক আয়োাজিত গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ কংগ্রেস প্রতি বছর বিশ্বের উদ্যোক্তা, নীতি নির্ধারক, বিনিয়োগকারী ও স্টার্টআপ প্রতিনিধিদের একত্রিত করে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
সিঙ্গিনালা ইমাম হাছাইন (রাঃ) হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত
সরাইলে পুকুরে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জুলাই বিপ্লব সফল হয়েছে তেমনি ধানের শীষের ভোট বিপ্লব হবে : এমপি প্রার্থী বাপ্পি
বঞ্চনার পথ পেরিয়ে রাঙামাটির প্রার্থী: দীপেন দেওয়ান প্রমাণ করলেন, নেতা এক দিনে হয় না
