|
আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর
নতুন সময় ডেস্ক
|
![]() আইটেম গানে শাকিবের সঙ্গে কোমর দোলালেন সাবিলা নূর ৩ মিনিট ২৮ সেকেন্ডের আইটেম গানটি গেয়েছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান। গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ড লুকে ধরা দিয়েছেন সাবিলা। গানের তালে তালে শাকিব-সাবিলার রোমান্স দর্শকদের যেন মাতিয়ে রেখেছে। কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে গানটি প্রকাশ্যে আসতেই কমেন্টে বক্সে নেটিজেনরা বেশ প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘শাকিব খান মানেই সুপারস্টার! সবসময় নতুন কিছু উপহার দেন।’ আরেকজনের কথায়, ‘পুরাই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লিরিক্স তুলে আনছে, দারুণ।’ এদিকে তাণ্ডবের গল্প রচনা ও পরিচালনা করেছেন রায়হান রাফি এবং তার সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন আদনান আদিব খান। চলচ্চিত্রটির কাহিনি বাংলাদেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। যেখানে শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। শাহরিয়ার শাকিলের প্রযোজনায় আলফা-আইয়ের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটি সহ-প্রযোজনা করেছে এসভিএফ ও চরকি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
