|
কুড়িগ্রামের রাজীবপুরে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামের রাজীবপুরে ৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার গ্রেপ্তারকৃত ২ মাদক কারবারিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ ২ জুন সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গতকাল ১ জুন রবিবার রাতে রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলামের নেতৃত্বে এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রতন মিয়ার তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে রাজিবপুর সদর ইউনিয়নের জালচিরা বাদ মধ্য মরিচাকান্দি গ্রামের মৃত: সোহরাফ আলীর ছেলে নুরুল আমিন, এবং রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দক্ষিণ আলগারচর গ্রামের আমিনুল ইসলামের ছেলে সুলতান মাহমুদ নামের ২ মাদক কারবারিকে ৫০পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। রাজিবপুর থানার ওসি শরিফুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর। এজন্য মাদক বিরোধী অভিযানে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
