|
গাজীপুরে কারখানার অভ্যন্তরে পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে কারখানার অভ্যন্তরে পানি পানে শতাধিক শ্রমিক অসুস্থ, কারখানা বন্ধ শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো আজও শ্রমিকেরা কারখানার অভ্যন্তরে শ্রমিকদের জন্যে সরবরাহ করা কলের পানি পান করেন। একপর্যায়ে পানি পানের কিছুক্ষণ পরই অনেক শ্রমিক পেটব্যথা ও ডায়রিয়ার উপসর্গে ভুগতে শুরু করেন। এ অবস্থায় দ্রুত তাঁদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে শতাধিক শ্রমিক শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তী আছেন বলেও জানায় শ্রমিকরা। ঘটনার পর কারখানায় উত্তেজনা সৃষ্টি হলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কারখানাটি সাময়িক ছুটি ঘোষণা করেন। কারখানার কয়েকজন শ্রমিক জানান, প্রায় সাড়ে তিন হাজার শ্রমিকের এই কারখানায় আজকের ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। ওই কারখানার শ্রমিক মেহেদী হাসান জানান, আমাদের কারখানায় প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক কাজ করে। সকালে কাজে এসে তাদের মধ্যে অনেকেই পানি পান করে। এরপরেই তারা অসুস্থ হয়ে যায়৷ তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন কারখানা ছুটি দেওয়া হয়েছে। এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম বলেন, "কারখানার পানি পান করে এখন পর্যন্ত ৪০-৫০ জন শ্রমিক অসুস্থ হয়েছেন, যাঁদের মধ্যে অধিকাংশই নারী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানি দূষণের কারণেই এই ঘটনা ঘটেছে।" এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দিয়েছে কর্তৃপক্ষ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
