|
গলাচিপায় ছেলের তরমুজ বোঝাই টমটম এর চাপায় বাবা নিহত
মু. জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী
|
![]() গলাচিপায় ছেলের তরমুজ বোঝাই টমটম এর চাপায় বাবা নিহত ঘটনাটি ঘটেছে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী ২নং ওয়ার্ডে। পুলিশ সূত্রে জানা যায়, বরগুনা জেলার তালতলী থানা এলাকায় তরমুজ চাষাবাদ করতো( নিহত ব্যাক্তি) মো: নাসির হাওলাদার নশা। ৭ মার্চ শুক্রবার রাত আনুমানিক সাড়ে দশ টার দিকে তরমুজ বোঝাই করে বিক্রয় করার উদ্যেশে (টমটম- নসিমন) পরিবহন যোগে লোকজন ও তার ছেলে সহ নলুয়াবাগি নিজ গ্রামের বাড়িতে আসার পথে নলুয়াবাগি হাই স্কুলের সামনে টমটম থেকে পড়ে মাথা থেঁতলে মগজ বের হয়ে যায়। ঘটনাস্থলেই তরমুজ চাষি মোঃ নাসির হাওলাদার নশা মর্মান্তিক ভাবে মৃত্যু হয়। ঐ সময় টমটমের চালক ছিল ভিকটিমের ছেলে। পরবর্তীতে খবর পেয়ে, গলাচিপা থানার এস আই নিরস্ত্র কামাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরাত হাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের উদ্দেশ্যে লাশ গলাচিপা থানায় নিয়ে আসা হয় । গলাচিপা থানার ওসি মোঃ আসাদুর রহমান জানান, মর্মান্তি এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ সয্যা মেডিকেল কলেজ পাঠানো হয়। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
