ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৮ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
সাতক্ষীরার নলতা শরীফের ইফতারে ফুটে উঠে পরম ভ্রাতৃত্ববোধ
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Wednesday, 5 March, 2025, 5:37 PM

সাতক্ষীরার নলতা শরীফের ইফতারে ফুটে উঠে পরম ভ্রাতৃত্ববোধ

সাতক্ষীরার নলতা শরীফের ইফতারে ফুটে উঠে পরম ভ্রাতৃত্ববোধ

পবিত্র রমজান মাসজুড়ে দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল বসে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা রওজা শরীফে। ৯০ বছরের ঐতিহ্যবাহী এই ইফতার মাহফিলে প্রতিদিন প্রায় ছয় হাজার রোজাদার একেত্রে একই স্থানে বসে ইফতারে অংশ নেন। যা সকলকে পরম ভ্রাতৃত্ববোধের কথা মনে করিয়ে দেয়।

ইফতারে দেওয়া হয় ভুনা ছোলা, সিংগড়া, ফিরনি, সিদ্ধ ডিম, চিড়া, কলা ও খেজুর।

সোমবার (৩ মার্চ) দ্বিতীয় রোজায় সরজমিনে গেলে চোখে পড়ে ইফতার প্রস্তুতের বিশাল কর্মযজ্ঞ। কেউ সিংগড়া বানাচ্ছেন, কেউ ভাজছেন, কেউ প্লেট সাজাতে ব্যস্ত।

সিংগড়া ভাজতে ব্যস্ত মোক্তার হোসেন জানান, তিনি ৩০ বছর যাবত নলতা রওজা শরীফের ইফতার আয়োজনে নিয়োজিত রয়েছে। তার মতোই ২২-২৫ জন ফজরের নামাযের পরপরই ইফতার তৈরির কাজ শুরু করেন। প্রায় ছয় হাজার মানুষের ইফতার তৈরিতে সময় লেগে যায় আছরের নামায পর্যন্ত। তারপর শুরু হয় ইফতার সাজানোর কাজ।

দিন গড়িয়ে ইফতারের সময় যতই ঘনিয়ে আসে, ততই ভরতে থাকে ইফতারের জন্য প্যান্ডেলকৃত বিশাল মাঠ। এই মাঠে বসেই ইফতারে অংশ নেন দূর দূরান্ত থেকে আসা মানুষ।

নলতা রওজা শরীফের ঐতিহ্যবাহী ইফতারে অংশ নিতে সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী থেকে গাড়ি ভর্তি করে এসেছিলেন অনেকে। এদের মধ্যে মেহেদী হাসান বলেন, খান বাহাদুর আহ্ছানউল্লাহ (রা.) এর পাক রওজা শরীফ একটি পবিত্র স্থান হিসেবে সমাদৃত। এখানেই দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিল বসে। প্রতিবছরের ন্যায় এবারও ইফতারে অংশ নিতে নলতায় এসেছি।

নলতা রওজা শরীফ সূত্র জানায়, ১৯৩৫ সালে খান বাহাদুর আহ্ছানউল্লাহ (রা.) নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করার পর থেকে প্রতি বছরই রমজান মাসব্যাপী ইফতার মাহফিলের আয়োজন করতেন। তার মৃত্যুর পরও মিশন কর্তৃপক্ষ এই মাহফিল অব্যাহত রেখেছে।

বর্তমানে শাহ সুফি হযরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর রওজা প্রাঙ্গণেই দেশের সর্ববৃহৎ এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। রমজান মাসের শুরু থেকে প্রতিদিন রওজা শরীফের মাঠে একত্রিত হয়ে ইফতার করেন প্রায় ছয় হাজার মানুষ। মাসজুড়ে চলমান এই ইফতার মাহফিলে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের মানুষও হাজির হন রওজা প্রাঙ্গণে।

স্বেচ্ছাসেবক রাকিব বলেন, এখানে তিনশ স্বেচ্ছাসেবক ইফতার বণ্টনে নিয়োজিত রয়েছে। প্রথমে সারাবিদ্ধভাবে পানির পট ও গ্লাস দেওয়া হয়। এরপর প্লেট সাজিয়ে সারিবদ্ধভাবে রাখা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে পুরো মাঠ মানুষে ভরে যায়।

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, নলতা রওজা শরীফের ইফতার মাহফিল দেশজুড়ে সমাদৃত। মূলত হযরত খানবাহাদুর আহ্ছানউল্লাহ (র.) এর দেশ-বিদেশের অনুসারীদের অর্থায়নে এখানে ইফতার দেওয়া হয়। আমাদের জানা মতে, এটাই দেশের সবচেয়ে বড় ইফতার মাহফিলের আয়োজন। যা রমজান মাসজুড়ে চলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status