রাঙ্গাবালীতে বিশেষ কম্বিং অপারেশন, দেড় লক্ষ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
মো. বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Monday, 13 January, 2025, 6:29 PM
রাঙ্গাবালীতে বিশেষ কম্বিং অপারেশন, দেড় লক্ষ মিটার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথভাবে পরিচালিত এই অপারেশনের প্রথম ধাপের প্রথমদিন উপজেলার রাবনাবাদ নদী ও বঙ্গোপসাগর মোহনায় অভিযান চালানো হয়।
রোববার দিনভর চলা এই অভিযানের সময় দেড় লক্ষ মিটার অবৈধ বেহুন্দি জাল ও চরঘেরা জাল উদ্ধার করা হয়৷
এদিন রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা মৎস্য বিভাগ।
রাঙ্গাবালী উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন রাজু জানান, অভিযানকালে প্রায় ৩০ লক্ষ টাকার জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য সম্পদ সুরক্ষায় এ অভিযান অব্যাহত থাকব