|
শেরপুরে “অনলাইন ভূমিসেবা” বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ
ইফতেখার আলম,শেরপুর
|
|
শেরপুরে “অনলাইন ভূমিসেবা” বন্ধ থাকায় ভোগান্তিতে মানুষ গত বৃহস্পতিবার সরেজমিনে উপজেলার কুসুম্বী ইউনিয়ন ভূমি অফিসে গেলে সেবাপ্রার্থী জাহাঙ্গীর আলমের সাথে কথা হয়। তিনি বলেন, ‘মাসখানেক আগে জমি খারিজের জন্য অনলাইনে আবেদন করেছিলাম। সার্ভার জটিলতায় নায়েব প্রস্তাবনা দিতে পারেননি। নির্দিষ্ট সময় পার হওয়ায় আবার আবেদন করতে হয়েছে। গত ১৫ দিন ধরে এই ভূমি অফিসে ঘুরছি। এখনও নাকি প্রস্তাবনা দেওয়া যাচ্ছেনা। কবে নাগাদ এই ভোগান্তি থেকে রেহাই পাব অফিস কিছুই বলতে পারছেননা।’ শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, ‘জমি রেজিস্ট্রি করার ক্ষেত্রে অনলাইন থেকে যেসকল ডকুমেন্টস প্রয়োজন হয় এখন তা পাওয়া যাচ্ছেনা। এরফলে দৈনন্দিন জমি রেজিস্ট্রির সংখ্যা একেবারে কমে গেছে।’ শেরপুর সাব রেজিস্ট্রার অফিসের স্ট্যাম্প ভেন্ডর নজরুল ইসলাম বলেন, ‘প্রায় ২মাস যাবৎ জমির কেনাবেচা অনেক কমে গেছে। দলিল রেজিস্ট্রিও তলানীতে নেমেছে। কয়েকজন দলিল লেখক জানান, কারিগরি কিছু ক্রটির কারণে নামজারি ও খাজনা আদায় করা যাচ্ছে না। এতে করে আগে যাদের নামজারি ও খাজনা খারিজ করা ছিল এখন শুধু তাদেরই জমির রেজিস্ট্রি হচ্ছে। শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম রেজাউল করিম বলেন, ‘জনসাধারণকে ডিজিটাল পদ্ধতিতে ভোগান্তিমুক্ত সেবা প্রদানের লক্ষ্যেই সার্ভার আপগ্রেডেশনের কাজ চলছে। ফলে ভুমি সেবা সার্ভারে সামময়িক সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে ভূমি মন্ত্রণালয় কাজ করছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
