|
ইসরায়েলের তেল আবিবে ইয়েমেনের ক্ষেপনাস্ত্র হামলা
নতুন সময় ডেস্ক
|
![]() ইসরায়েলের তেল আবিবে ইয়েমেনের ক্ষেপনাস্ত্র হামলা আজ ২১ ডিসেম্বর শনিবার ভোরে এই হামলার তথ্য নিশ্চিত করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটিকে ঠেকাতে পারেনি। এটি হাইপারসিনক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের একটি পাবলিক পার্কে আছড়ে পড়ে। পুলিশ ও বোমা বিশেষজ্ঞরা এলাকাটিকে সুরক্ষিত করার জন্য কাজ করছেন। বাসিন্দাদের ঘটনাস্থল থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে অবরুদ্ধ গাজাজুড়ে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১শ’ ৭৪ জন। তথ্যটি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রাণালয় । গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার দুশ’ ৬ জনে দাড়িয়েছে। আহতের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৫শ’ ১২ জন। আহত হয়েছেন এক লাখ সাত হাজার ৫১২ জন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
তাড়াশে জমি নিয়ে বিরোধের ঘটনায় একই পরিবারের সাজাপ্রাপ্ত ৯ জন গ্রেফতার
ঘিলাছড়ি বাজারে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচির লিফলেট বিতরণে দীপেন দেওয়ান
নির্বাচিত হলে কেউ বৈষম্যের শিকার হবে না: পাইকগাছায় এমপি প্রার্থী বাপ্পি
হালদা নদীকে 'মৎস্য হেরিটেজ এলাকা' ঘোষণা, ঐতিহাসিক সিদ্ধান্ত বলছেন বিশেষজ্ঞরা
