শিবগঞ্জে মৃত গরু জবাইয়ের প্রস্তুতি কালে দুই কসাই গ্রেফতার
সোহেল রানা,শিবগঞ্জ
প্রকাশ: Monday, 2 December, 2024, 3:54 PM
শিবগঞ্জে মৃত গরু জবাইয়ের প্রস্তুতি কালে দুই কসাই গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জে মৃত গরু জবাইয়ের প্রস্তুতিকালে দুই কসাইকে গ্রেফতার করা হয়েছে। জানা য়ায়, সোমবার রাত আনুমানিক ৩ টার সময় শিবগঞ্জ পৌর এলাকার অর্জুনপুর ব্রিজের উপর থানা পুলিশ টহলের সময় দেখতে পায় একটি ভ্যানে করে একটি গরু নিয়ে আসা হচ্ছে।সে সময় তাদের সন্দেহ হলে তারা দেখতে পায় গরুর জিব্বা বের হয়ে আছে এবং তারা প্রাথমিকভাবে নিশ্চিত হয় উক্ত গরু মৃত।এসময় রাঙ্গামাটিয়া গ্রামের মাংস ব্যবসায়ী রাজা ফকির এবং তার সহযোগী একই গ্রামের শহিদুল ইসলামকে আটক করে।এবং তাদের কাছথেকে তিনটি চাপাতি সহ চাকু উদ্ধার করা হয়।শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এই তথ্যটি নিশ্চিত করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল।