ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ ২২ কার্তিক ১৪৩২
চাঁপাইনবাবগঞ্জে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান
রিপন আলী, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: Monday, 2 December, 2024, 4:08 PM

চাঁপাইনবাবগঞ্জে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জে তাবলীগ জামাতের স্মারকলিপি প্রদান

তাবলীগ জামাত দিল্লির নিজামুদ্দিন মার্কাজের মাওলানা সাদ'কে পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় আসার দাবীতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছেন সাদপন্থিরা।

সোমবার (০২ ডিসেম্বর) সকালে নিজামুদ্দীন বিশ্ব মার্কাজের অনুসারী তাবলীগ জামাত বাংলাদেশের মূলধারার সাথীদের পক্ষে চাঁপাইনবাবগঞ্জ মার্কাজ
জেলা আমীর মোজাম্মেল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার কাছে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে উল্লেখ করেন, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ। প্রায় একশত বছর আগে ভারতের দিল্লীস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হয়রত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ (সাঃ) ও ছাহাবা (রা।) এর তরীকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানের উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ হতে বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ কান্দলভী (দাংরা।) এর মাধ্যমে এটি সমগ্র বিশ্বে পরিচালিত হচ্ছে। নিজামুদ্দীন বিশ্ব মার্কাজকে যাঁরা অনুসরণ করছেন তাঁরাই আসল তাবলীগওয়ালা।

বলেন কোন যৌক্তিক কারন ছাড়াই দাওয়াত ও তাবলীগের বিশ্ব আমীর মাওলানা সা'দ (দাঃবাঃ) বাংলাদেশে আসতে পারছেন না। গত ৭ বছর  যাবৎ তারা কোরআন ও হাদিসের আলোকে তার মূল্যবান বক্তব্য শুন্য থেকে বঞ্চিত হয়েছেন। পূর্বে তিনি বিশ্ব ইজতেমার প্রধান বক্তা ছিলেন। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন। তিনি সারা বিশ্বে তাবলীগের কাজে সফর করে চলেছেন। আসন্ন বিশ্ব ইজতেমায় বিশ্ব আমীর হযরত মাওলানা সাদ (দাঃবাঃ) পাঁচ দিনের জোড়ে, বিশ্ব ইজতেমায় বাংলাদেশে আসতে পারেন তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মার্কাজ সূরা ফায়সাল সদস্য মহিউল আলম (স্বপন) সূরা ফায়সাল সদস্য মাওলানা আব্দুল্লাহ, সূরা সদস্য আসিফুল বাবু, সূরা সদস্য রেজাউল করিম, প্রফেসর আকবর আলী সহ মাওলানা সাদপন্থী অনুসারীগন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status