তিন বছর পর ১ ভোটে পরাজিত প্রার্থী ৩ ভোটে জয়ী
নতুন সময় ডেস্ক
|
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ ভোটে পরাজিত ৫নং ওর্য়াডের (ইউপি) সদস্য পদপ্রার্থী আব্দুস সবুর পিন্টু (তালা প্রতীক) তিন বছর পর অবশেষে আদালতের রায়ে ১ ভোটে বিজয়ী হয়েছেন। জেলা নির্বাচনি ট্রাইব্যুনাল (ইউনিয়ন পরিষদ) আদালতের বিচারক ইফতেখার শাহরিয়ার পরাজিত এ ইউপি সদস্য পদপ্রার্থীকে ৩ ভোটে বিজয়ী ঘোষণা করে রায় দিয়েছেন। গত ১৫ অক্টোবর এ রায় ঘোষণা করা হয়। তবে মঙ্গলবার (২২ অক্টোবর) ঘটনাটি জানাজানি হয়। জানা গেছে, ২০২১ সালের ১১ নভেম্বর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওর্য়াডে ইউপি সদস্য পদে আব্দুস সবুর পিন্টু তালা ও মারুফ হাসান রনি ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট শেষে সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার ফুটবল প্রতীকের প্রার্থী মারুফ হাসান রনিকে বিজয়ী ঘোষণা করেন। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুস সবুর পিন্টু আপত্তির কারণে ৫ বার ভোট গণনায় ১ ভোটে ফুটবল প্রতীকের প্রার্থী মারুফ হাসান রনিকেই বিজয়ী ঘোষণা করা হয়। তখন ১ ভোটে পরাজিত ঘোষণা করা প্রার্থী আব্দুস সবুর পিন্টু ওই ভোট কেন্দ্রের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নিয়ে পরিকল্পিতভাবে তাকে পরাজিত করার অভিযোগ তুলেছিলেন। এ ব্যাপারে ২০২১ সালের ১৫ ডিসেম্বর আব্দুস সবুর পিন্টু জেলা নির্বাচনি ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেন। গত ১৫ অক্টোবর জেলা নির্বাচনি ট্রাইব্যুনালের (ইউনিয়ন পরিষদ) বিচারক ইফতেখার শাহরিয়ার বাদিপক্ষ আব্দুস সবুরকে ৩ ভোটে বিজয়ী ঘোষণা করে রায় দেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |