ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ৯ ডিসেম্বর ২০২৪ ২৪ অগ্রহায়ণ ১৪৩১
কোনও বিষয়েই সিরিয়াস নন প্রেমিকা? তাঁকে ঠিক পথে আনুন এই কৌশলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 14 October, 2024, 2:35 PM

কোনও বিষয়েই সিরিয়াস নন প্রেমিকা? তাঁকে ঠিক পথে আনুন এই কৌশলে

কোনও বিষয়েই সিরিয়াস নন প্রেমিকা? তাঁকে ঠিক পথে আনুন এই কৌশলে

প্রেমিকা সব বিষয় নিয়ে উদাসীন হলে মুশকিল! সেক্ষেত্রে চলার পথে নানা বাধাবিপত্তি আসতে বাধ্য। তাই এই নিবন্ধ থেকেই প্রেমিকার এমন আচরণ বদলে ফেলার টিপস জেনে নিন।

ছোটখাট বিষয়ে সিরিয়াস থাকাও যেমন উচিত নয়, ঠিক তেমনই সব বিষয় উড়িয়ে দেওয়াও কাজের কথা নয়। এই দুইই ব্যক্তিত্বের দুর্বলতার দিকে ইঙ্গিত করে। তবে কিছু মানুষ এই বিষয়টা বুঝেও বুঝতে পারেন না। তাই তাঁরা অবলীলায় সব কিছু উড়িয়ে দেন। কোনও বিষয় নিয়েই সিরিয়াস থাকেন না। আর ভাগ্যক্রমে এমন কোনও মহিলার সঙ্গে মন দেওয়া নেওয়া হয়ে গেলেই বিপদ। সেক্ষেত্রে প্রেমের রাস্তায় প্রতি পদে বাধা পেতে হবে। এটাই যে মূল সমস্যা।

তাই সম্পর্কের ভালো চাইলে আজই প্রেমিকার মতিগতি বদলে ফেলার চেষ্টায় লেগে পড়ুন। আর সেই কাজে আপনাকে সাহায্য করবে এই নিবন্ধে উল্লেখিত কিছু টিপস। তাই ঝটপট প্রতিবেদনটি পড়ে ফেলুন বন্ধু।

তাঁর ঘাড়ে চাপান দায়িত্ব​
তিনি নিশ্চয়ই কোনও দায়িত্ব মাথায় নিতে চান না। সেই কারণে তাঁর মধ্যে কোনও বিষয় নিয়ে সিরিয়াস নেই। তাই আজ থেকে তাঁর উপর কিছু বিষয়ের দায়িত্ব চাপান। তা হলেই দেখবেন প্রেয়সীর ব্যক্তিত্বের পরিবর্তন ঘটবে। তাঁর মধ্যেও আসবে সিরিয়াসনেস। তিনিও আপনার কথার গুরুত্ব বুঝবেন। তাই আজ থেকেই তাঁর ঘাড়ে দায়িত্ব দেওয়ার কাজটি শুরু করে দিন।

​সবসময় সিরিয়াসনেস নয়​
আপনি কি সবসময় সিরিয়াস হয়ে কথা বলেন? তাঁর সঙ্গে হাসিঠাট্টা করেন না? তা হলে যে তিনি আপনার কোনও কথাই শুনবেন না। সব কথাকেই টেকেন ফর গ্র্যান্টেড করে নেবেন। তাই এ বার থেকে সবসময় মুখ গম্ভীর করে রাখবেন না। বরং সিরিয়াস কথা কম বলার চেষ্টা করুন। কিছুটা সময় হাসিঠাট্টা করুন। বলুন প্রেমের কথা। আশা করছি, এই নিয়মটা মেনে চললেই প্রেমিকা আপনার কথায় গুরুত্ব দেবেন।

তাঁর সিদ্ধান্ত তাঁকেই নিতে দিন​
​প্রেমিকা কোনও সমস্যায় পড়লে কি আপনি আগবাড়িয়ে তার সমাধান করার কাজে লেগে পড়েন? উত্তর হ্যাঁ হলে যে সাবধান হতে হবে। কারণ, আপনার এই কার্যকলাপই প্রেমিকাকে সিরিয়াস হতে দিচ্ছে না। বরং তিনি আপনার প্রতি নির্ভরশীল হয়ে পড়ছেন। তাই আর সময় নষ্ট না করে তাঁর সমস্যার মধ্যে মাথা গলাবেন না। বরং তাঁকেই সমাধান করতে দিন। আশা করছি, এর পর তাঁর মধ্যে পরিবর্তন দেখতে পাবেন।

​কথা কমিয়ে দিন​
এত চেষ্টা করার পরও যদি প্রেমিকা না শোনেন, তা হলে তাঁর সঙ্গে বেশি কথা বলা চলবে না। তিনি কথা বলতে এলেও চুপ করে থাকুন। তা হলেই দেখবেন তাঁর কাছে আপনার রাগের বার্তা যাবে। এর পর তিনি চেষ্টা করবেন কিছু বিষয় নিয়ে সিরিয়াস থাকার। আর এটাই যে আপনার জয় বন্ধু। তাই সব অস্ত্র ব্যর্থ হলে এই ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে ভুলবেন না যেন!

ছাড়ুন​
মনে রাখবেন, অনেক ক্ষেত্রে মানুষের ব্যক্তিত্বের গভীরে লুকিয়ে থাকে এই ধরনের আচরণ। আর সেই সমস্যার সমাধান করা আপনার কম্ম নয়। তাই শত চেষ্টা করার পরও যদি তাঁর মধ্যে বদল না আসে, তা হলে এই বিষয়টা নিয়ে ভাবা ছেড়ে দিন। পারলে এ ভাবেই সম্পর্ককে এগিয়ে নিয়ে যান কিংবা অন্য ভাবে ভাবতে পারেন। এই দুটো পথ ছাড়া আর সত্যিই তেমন কিছু করার নেই।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status