ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
শেরপুরে ইসলামী আন্দোলন'র গণ সমাবেশ অনুষ্ঠিত
মোঃ খোকন মিয়া,শেরপুর
প্রকাশ: Wednesday, 4 September, 2024, 8:35 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 September, 2024, 8:48 PM

শেরপুরে ইসলামী আন্দোলন'র গণ সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে ইসলামী আন্দোলন'র গণ সমাবেশ অনুষ্ঠিত

শেরপুরে ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পীর সাহেব চরমোনাই ঘোষিত ৯ দফা প্রস্তাবনা বাস্তবায়নে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে শহরের থানামোড় চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার আয়োজনে ওই গণ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির (পীর সাহেব চরমোনাই) আলহাজ্ব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ৫ আগস্ট যখন আমরা বাংলাদেশ স্বাধীনতা পেলাম তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠন গুলো সংখ্যালঘুদের জান-মাল নিরাপত্তার জন্য কাজ করেছে। শুধু তাই নয়, যখন প্রশাসনিক কাঠামো এক পর্যায়ে ভেঙে পরেছিল তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠন রাস্তায় মানুষের যানযট ব্যবহারের লক্ষ্যে ট্রাফিকের দ্বায়িত্ব পালন করেছে। এছাড়াও বন্যাদুর্গত সহ বিভিন্ন সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি হয় তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জানমাল উজাড় করে পাশে দাঁড়াই।

গণ সমাবেশের শুরুতে ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার আলেম ওয়ালামা কেরাম ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা দলে দলে মিছিল নিয়ে সমাবেশে জড়ো হতে থাকেন। পরে আলোচনা সভা শুরু হয়। 

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতী ফখরুদ্দীন রাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা আজিজুর রহমান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরল ইসলাম, দ্বীনি সংগঠন শেরপুর জেলা শাখার সদস্য আলহাজ্ব হযরত মাওলানা বাছির উদ্দিন, ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা মো: মিরাজ উদ্দিন, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ শেরপুর জেলা শাখার সভাপতি মুফতী আবু তালেব মো: সাইফুদ্দিন প্রমুখ। 

এসময় ইসলামী আন্দোলন শেরপুর জেলা শাখার আলেম ওয়ালামা কেরাম সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী সহ হাজারো জনতা সমাবেশে উপস্থিত ছিলেন।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status