শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা ২৭ প্রার্থীর
জোবায়ের সোহাগ,শ্রীবরদী
প্রকাশ: Tuesday, 16 April, 2024, 5:13 PM
শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা ২৭ প্রার্থীর
শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
নির্বাচন অফিস জানায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন জমা দিয়েছে। তারা হলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মো: ছালাহ উদ্দিন ছালেম, শ্রীবরদী উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ, উপজেলা আওয়ামলীগের সাবেক সহ সভাপতি মো: মাহবুবুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, আওয়ামীলীগ নেতা খন্দকার ফারুক আহমেদ, আ: মতিন, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় শুরা মজলিশ সদস্য ও তাতিহাটী আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক নুরুজ্জামান বাদল,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, মোছা: ফুলমালা বেগম, মোছা: চাম্পা, মোছা: জাহানারা বেগম, মোছা: লিপি বেগম, জেসমিন আক্তার, আগামী ৮ মে ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।