১৫ ফেব্রুয়ারীর মধ্যে নামফলক বাংলায় করার দাবী
ইসমাইল ইমন,চট্টগ্রাম
|
১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে গন অধিকার চর্চা কেন্দ্রের উদ্যোগে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ, স্বাস্হ্য সেবা বৃদ্ধি, নামফলকে বাংলা সহ সকল অফিস আদালতে, শিক্ষায় বাংলা প্রচলন, একমুখী গণমুখী অবৈতনিক মাধ্যমিক বাধ্যতামূলক শিক্ষা চালুর দাবীতে মানব-বন্ধন ও সমাবেশে মুক্তি যোদ্ধা গবেষক, গণ অধিকার চর্চা কেন্দ্রের আহ্বায়ক ডা.মাহফুজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম,তিনি বলেন বাংলা প্রচলন কার্যকর করতে সকলের ভুমিকা রাখতে হবে। বাংলা প্রচলন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান। সভায় বক্তারা বলেন, আগামী ১৮ ফেব্রুয়ারীর মধ্যে নামফলক বাংলায় করার জন্য দাবী জানান। একমুখী গণমুখী অবৈতনিক মাধ্যমিক বাধ্যতামূলক শিক্ষা চালুর জন্য সরকারের প্রতি দাবী জানান। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করতে দেশ ব্যাপী রেশনিং ব্যাবস্থা চালু করার দাবী জানান। আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জাসদ নেতা বানু রঞ্জন চক্রবর্তী,বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ,বীর মুক্তিযোদ্ধা আ জ ম সাদেক,বীর মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ ,বীর মুক্তিযোদ্ধা ড.ইদ্রিস আলী,গণ অধিকার চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক মশিউর রহমান খান,জাসদ নেতা হাসান সহীদ রানা,গণ সংহতি আন্দোলন নেতা হাসান মারুফ রুমি,আওয়ামীলীগের মহিলা নেত্রী হাসিনা আক্তার টুনু,বিপ্লবী তারেকস্বর সৃতি পরিষদের সাধারণ সম্পাদক সিঞ্চন ভৌমিক, আওয়ামীলীগ নেতা আবুল বাসার হেলাল, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি এম এ হাশেম রাজু, মোরশেদ আলম,কাজী রাজেশ ইমরান,স্বপন মজুমদার,রেহেনা চৌধুরী,,হেলাল উদ্দিন কবির,আইনুল আলম ডিউক, সাঈদা আক্তার জোনাকি,চৌধুরী জসিমুল হক,সায়েম উদ্দিন,প্রকৌশলী লিটন ব্যানার্জি,ছাত্রলীগ নেতা এম কাইছার উদ্দীন,আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সাংবাদিক ইসমাইল ইমন,আকাশ দাশ,মীর সাকিব প্রমুখ। সভা ও মানব-বন্ধন শেষে একটি মিছিল লাল দীঘির পাড়স্থ চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর পর জেলা পরিষদের চেয়ারম্যানকে স্বারক লিপি প্রদান করা হয়। সভা সঞ্চালনায় দিলরুবা খানম ছুটি।
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |