ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ সেপ্টেম্বর ২০২৩ ৮ আশ্বিন ১৪৩০
মেট্রোরেলের সংবাদ সংগ্রহে গিয়ে আনসারের হাতে ২ সাংবাদিক ‘লাঞ্ছিত’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 August, 2023, 1:23 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 August, 2023, 1:28 PM

মেট্রোরেলের সংবাদ সংগ্রহে গিয়ে আনসারের হাতে ২ সাংবাদিক ‘লাঞ্ছিত’

মেট্রোরেলের সংবাদ সংগ্রহে গিয়ে আনসারের হাতে ২ সাংবাদিক ‘লাঞ্ছিত’

মেট্রোরেলের স্টেশনে দায়িত্বরত এক আনসার সদস্য দুই সাংবাদিককে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের আগারগাঁও রুটে যাওয়ার দিকে প্লাটফর্মে এই ঘটনা ঘটে। ঘটনার শিকার সাংবাদিকরা হলেন, সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ ও আমাদের সময়ের মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান।

জানা যায়, মেট্রোরেলের সবশেষ পরিস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে আনসার সদস্য তাদের প্রশ্ন শুনেই তেড়ে আসেন। বুম কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে দুই সাংবাদিকককে লিফটের ভেতরে ঢুকিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার রুমে যেতে হবে বলে জানান।

অভিযুক্ত ওই আনসার সদস্যের নাম আছলাম সরদার। তিনি মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালন করছিলেন।

লাঞ্ছিতের শিকার সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মামুন সোহাগ বলেন, অফিসিয়াল অ্যাসাইনমেন্টে আজ দুপুরে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনে যায় ভিডিও স্টোরি করার জন্য। দুই বছর আগে আজকের দিনেই আনুষ্ঠানিকভাবে ভায়াডাক্টের ওপর চলে দেশের প্রথম মেট্রোরেল। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি মেট্রোরেলের টয়লেট ব্যবহারে টিকিট সিস্টেম শুরু হওয়াতে অনেক যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেক টেলিভিশন পত্রিকায়ও রিপোর্টও হয়েছে। সবকিছু মিলিয়ে এটা নিয়ে একটা প্রতিবেদন করতে গেলে বুম হাতে, ভিডিও করতে দেখেই আছলাম সরদার নামে এক আনসার সদস্য আমার ওপর দিকে তেড়ে আমার কাজের সামগ্রী কেড়ে নেয়। তারপর ধাক্কা দিয়ে লিফটের ভেতরে ঢুকিয়ে বলে- ‘যেতে হবে, বসেরা কথা বলবে। শুধু আমাকেই না, আমাদের সময়ের আক্তারুজ্জামানের কাঁধে ধাক্কা দিয়ে বলে এসব বাদ দেন। যা বলি তাই হবে।’

আরেক মাল্টিমিডিয়া রিপোর্টার আক্তারুজ্জামান বলেন, মেট্ররেলে পাবলিক টয়লেট ব্যবহার করতে গুণতে হচ্ছে অতিরিক্ত টাকা- এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ আলোচনা সমালোচনা হচ্ছিল কয়েকদিন ধরে। বিষয়টি নিয়ে সরেজমিন ভিডিও প্রতিবেদন করতে যায় আমি। মেট্রোরেলের পাবলিক টয়লেট ব্যবহার করা দু একজনের সঙ্গে স্বাভাবিকভাবেই তাদের বক্তব্য জানার চেষ্টা করছিলাম। হঠাৎ একজন এসে ধাক্কা দিয়ে বলে কিসের ভিডিও করছেন। তাকিয়ে দেখলাম আনসার সদস্য। তাকে সাংবাদিক পরিচয় দেওয়া সত্বেও আমাকে ও সমকালের রিপোর্টার মামুন সোহাগকে  শাসিয়ে যান। কাজ শেষে আমরা বের হওয়ার সময় তিনি আবারো অশালীন মন্তব্য করেন। এমন সময় আমরা কোনো ভুল করেছি কি-না প্রশ্ন করলে তেড়ে আসানে আমাদের দিকে। বুম কেড়ে নেন, টেনে হিচড়ে লিফটে ওঠানো হয় আমাদের। এরপর নিচে কন্ট্রোল রুম ইনচার্জের রুমে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনের স্টেশন কন্ট্রোলার মো. মহসিন বলেন, ‘সাংবাদিকদের বুম কেড়ে নিয়ে আনসার সদস্য ভুল করেছেন।’ তিনি সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, ‘এই বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, ১৭/ডি আজাদ সেন্টার, ৫৫ পুরানা পল্টন, ঢাকা ১০০০।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status