|
আনঅফিসিয়াল সিন্ডিকেটের হুমকির মাঝে খুলছে দেশের মোবাইল মার্কেট
নতুন সময় প্রতিবেদক
|
![]() আনঅফিসিয়াল সিন্ডিকেটের হুমকির মাঝে খুলছে দেশের মোবাইল মার্কেট সরেজমিনে রাজধানীর যমুনা ফিউচার পার্ক সহ, পুলিশ প্লাজা, ফার্মগেটর কিছু এলাকার মোবাইল মার্কেটে দেখা গেছে, বিক্রেতারা হামলার ভয় নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসায়ীদের ভাষ্য, তারা বৈধভাবে ব্যবসা করতে চান এবং সরকারের এনইআইআর উদ্যোগকে স্বাগত জানান। যারা অবৈধ পথে ফোন এনে হাজার হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে, তারাই ভয়ভীতি দেখিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল। একাধিক ব্যবসায়ী জানান, মুষ্টিমেয় কিছু লাগেজ পার্টি ও সিন্ডিকেটের জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা আমাদের দোকান বন্ধ রাখব না। আমরা নিয়মিত ভ্যাট ও কর পরিশোধ করে ব্যবসা করছি। অবৈধ আমদানিকারকদের স্বার্থ রক্ষায় তাদের রুটি-রুজি বন্ধ রাখা সম্ভব নয়। অনেক দোকান মালিক ইতোমধ্যে নিজ নিজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যাতে কোনো হামলা বা ভাঙচুর হলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। গতকালের হামলার ঘটনার পর আগারগাঁওয়ের বিটিআরসি ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল চোখে পড়েছে। বিটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চলছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মার্কেট খুলে যাওয়ায় গ্রাহকদের উপস্থিতিও বেড়েছে। সিন্ডিকেটের রক্তচক্ষু উপেক্ষা করে মোবাইল বাজার স্বাভাবিক হওয়ায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য: আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশ্য হামলা ও ভাঙচুর চালানো সময় ৪৬ জনের বেশি হামলাকারীকে আটক করেছে পুলিশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
