ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৮ জানুয়ারি ২০২৬ ৪ মাঘ ১৪৩২
আনঅফিসিয়াল সিন্ডিকেটের হুমকির মাঝে খুলছে দেশের মোবাইল মার্কেট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 3 January, 2026, 6:36 PM
সর্বশেষ আপডেট: Saturday, 3 January, 2026, 6:45 PM

আনঅফিসিয়াল সিন্ডিকেটের হুমকির মাঝে খুলছে দেশের মোবাইল মার্কেট

আনঅফিসিয়াল সিন্ডিকেটের হুমকির মাঝে খুলছে দেশের মোবাইল মার্কেট

সম্প্রতি বিটিআরসি ভবনে হামলার ঘটনার পর মোবাইল ফোন বাজারে যে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা কাটিয়ে উঠতে শুরু করেছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে রাজধানীসহ দেশের সব জেলা ও মহানগরে মোবাইল ফোনের দোকান ও শোরুমগুলো স্বাভাবিকভাবে খুলেছে। এনইআইআর (NEIR) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্ত ও বন্ধের প্রযুক্তি চালুর প্রতিবাদে একটি অসাধু সিন্ডিকেট দোকান বন্ধ রাখার হুমকি দিলেও সাধারণ ব্যবসায়ীরা সেই হুমকি প্রত্যাখ্যান করেছেন।

সরেজমিনে রাজধানীর যমুনা ফিউচার পার্ক সহ, পুলিশ প্লাজা, ফার্মগেটর কিছু এলাকার মোবাইল মার্কেটে দেখা গেছে, বিক্রেতারা হামলার ভয় নিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসায়ীদের ভাষ্য, তারা বৈধভাবে ব্যবসা করতে চান এবং সরকারের এনইআইআর উদ্যোগকে স্বাগত জানান। যারা অবৈধ পথে ফোন এনে হাজার হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে, তারাই ভয়ভীতি দেখিয়ে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছিল।

একাধিক ব্যবসায়ী জানান, মুষ্টিমেয় কিছু লাগেজ পার্টি ও সিন্ডিকেটের জন্য আমরা সাধারণ ব্যবসায়ীরা আমাদের দোকান বন্ধ রাখব না। আমরা নিয়মিত ভ্যাট ও কর পরিশোধ করে ব্যবসা করছি। অবৈধ আমদানিকারকদের স্বার্থ রক্ষায় তাদের রুটি-রুজি বন্ধ রাখা সম্ভব নয়। অনেক দোকান মালিক ইতোমধ্যে নিজ নিজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যাতে কোনো হামলা বা ভাঙচুর হলে আইনগত ব্যবস্থা নেওয়া যায়।

গতকালের হামলার ঘটনার পর আগারগাঁওয়ের বিটিআরসি ভবন ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল চোখে পড়েছে। বিটিআরসি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযান চলছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। মার্কেট খুলে যাওয়ায় গ্রাহকদের উপস্থিতিও বেড়েছে। সিন্ডিকেটের রক্তচক্ষু উপেক্ষা করে মোবাইল বাজার স্বাভাবিক হওয়ায় আবারও প্রাণচাঞ্চল্য ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য: আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীরা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রকাশ্য  হামলা ও ভাঙচুর চালানো সময় ৪৬ জনের বেশি হামলাকারীকে আটক করেছে পুলিশ।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status