ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
ভূরুঙ্গামারীতে জাতীয় ছাত্রশক্তি'র কমিটি গঠন আহ্বায়ক লিংকন, সদস্য সচিব জয়
এফ কে আশিক, ভূরুঙ্গামার
প্রকাশ: Thursday, 27 November, 2025, 5:01 PM

ভূরুঙ্গামারীতে জাতীয় ছাত্রশক্তি'র কমিটি গঠন আহ্বায়ক লিংকন, সদস্য সচিব জয়

ভূরুঙ্গামারীতে জাতীয় ছাত্রশক্তি'র কমিটি গঠন আহ্বায়ক লিংকন, সদস্য সচিব জয়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় ছাত্রশক্তির ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহসান হাবীব লিংকনকে আহ্বায়ক এবং হাসান মাহমুদ জয়কে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জাতীয় ছাত্রশক্তি কুড়িগ্রাম জেলা আহ্বায়ক জাহিদ হাসান ও সদস্য সচিব সাদিকুর রহমান সাদিক স্বাক্ষরিত প্যাডে আগামী ছয় মাসের জন্য এ কমিটির অনুমোদন দেন।

ঘোষিত কমিটিতে রেজওয়ান রিপনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাসেল আহম্মেদকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব, শাহ পরানকে মুখ্য সংগঠক এবং ফারিয়া জান্নাত শিমুকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কমিটির বিষয়ে জেলা আহ্বায়ক জাহিদ হাসান বলেন, নবগঠিত কমিটি উপজেলায় ছাত্রশক্তির কার্যক্রমকে আরও গতিশীল করবে। শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধ বিকাশে শক্তিশালী ভূমিকা রাখবে।

আহ্বায়ক আহসান হাবীব লিংকন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় ও স্বার্থ রক্ষায় জাতীয় ছাত্রশক্তি সবসময় অগ্রণী ভূমিকা রাখবে। পাশাপাশি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, দশটি ইউনিয়ন ও ওয়ার্ডে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে।

সদস্য সচিব হাসান মাহমুদ জয় বলেন, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে আন্দোলন, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণ প্রজন্মের মাঝে আদর্শ রাজনৈতিক চেতনা গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status