|
সাতলা সাইদিয়া মাদ্রাসায় সৌদি প্রফেসর ড. হামদান আস সুলামির আগমন
এ এইচ অনিক
|
![]() সাতলা সাইদিয়া মাদ্রাসায় সৌদি প্রফেসর ড. হামদান আস সুলামির আগমন বাংলাদেশে সাত দিনের সফরে এসে আজ মঙ্গলবার বিকেলে তিনি মাদ্রাসাটিতে আগমন করেন। বাংলাদেশ সফরের অংশ হিসেবে শায়েখ মোহাম্মাদুল্লাহ আল মাদানির সার্বিক সহযোগিতায় সাতলা সাইদিয়া মাদ্রাসায় পৌঁছালে মাদ্রাসা প্রশাসন তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পরে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও তরুণ প্রজন্মের ইসলামী শিক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকার আহ্বান জানান। পরিদর্শন শেষে প্রফেসর ড. হামদানা সুলামি সাতলা বাজার ঈদগাহ ময়দানে আয়োজিত ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন। এসময় দেশের স্বনামধন্য ইসলামিক চিন্তাবিদ বিভিন্ন মাদ্রাসার প্রধানদের উপস্থিততে ইসলামের আদর্শ, নৈতিকতা ও মানবিকতার বিভিন্ন দিক নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সফরসূচি অনুযায়ী তিনি ঢাকা, বরিশাল, কুমিল্লাসহ দেশের বিভিন্ন মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। ওয়াজ মাহফিল শেষে রাতেই তিনি ঢাকার উদ্দেশে রওনা হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
