|
দামুড়হুদায় গুঁড়িয়ে দেওয়া হলো ৪ অবৈধ ইটভাটা
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
|
![]() দামুড়হুদায় গুঁড়িয়ে দেওয়া হলো ৪ অবৈধ ইটভাটা অভিযান সূত্র জানা যায়, দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার রাইসা ব্রিকস, বর্ষা ব্রিকস, উপজেলার চিৎলার হিরো ব্রিকস ও দেশ ব্রিকসে অভিযান চালানো হয়। এসময় ওই ইটভার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কোনো বৈাধ কাগজপত্র দেখাতে না পারায় ওইসব ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন প্রমুখ। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম বলেন, মালিকরা ইটভাটার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে চারটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী টিম, র্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
