ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
দামুড়হুদায় গুঁড়িয়ে দেওয়া হলো ৪ অবৈধ ইটভাটা
সাজিদ হাসান সোহাগ, দামুড়হুদা
প্রকাশ: Tuesday, 25 November, 2025, 9:17 PM

দামুড়হুদায় গুঁড়িয়ে দেওয়া হলো ৪ অবৈধ ইটভাটা

দামুড়হুদায় গুঁড়িয়ে দেওয়া হলো ৪ অবৈধ ইটভাটা

দামুড়হুদায় অভিযান চালিয়ে চার অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম এ  অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্র জানা যায়, দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গার রাইসা ব্রিকস, বর্ষা ব্রিকস, উপজেলার চিৎলার হিরো ব্রিকস ও দেশ ব্রিকসে  অভিযান চালানো হয়। এসময় ওই ইটভার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কোনো বৈাধ কাগজপত্র দেখাতে না পারায় ওইসব ইটভাটার চিমনি ভেঙে  দেওয়া হয়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাইম হোসেন প্রমুখ। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিট্রেট মমতাজ বেগম বলেন, মালিকরা ইটভাটার বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে চারটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। এই অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি। 

অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী টিম, র‌্যাব, পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিস সদস্যরা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status