ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ উদ্ধার ২৮
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Tuesday, 25 November, 2025, 4:37 PM

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ উদ্ধার ২৮

টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে নারী-শিশুসহ উদ্ধার ২৮

কক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে মালয়েশিয়া পাচারের চেষ্টা করা নারী, পুরুষ ও শিশুসহ ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, সাগরপথে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিপুলসংখ্যক মানুষ টেকনাফের বাহারছড়ার কচ্ছপিয়া ঘাট সংলগ্ন বিচ এলাকায় অবস্থান করছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৫ নভেম্বর মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও পুলিশের যৌথ অভিযানে সৈকতে অবস্থানরত ২৮ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র উন্নত জীবনযাপনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি এবং কম খরচে বিদেশ যাত্রার প্রলোভন দেখিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করছিল।

অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারের জন্য কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মানবপাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর আগে, গত ১৭ নভেম্বর টেকনাফে চার নারী পাচারকারীকে আটক করা হয়েছিল, এবং সেই সময় ৮ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছিল ২ বিজিবি।

তথ্য মতে, গত দুই মাসে র‍্যাব, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে টেকনাফ সীমান্তের পাহাড়ি ও উপকূলীয় এলাকা থেকে ৫১৭ জন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানবপাচার সিন্ডিকেটের ৫৭ সক্রিয় সদস্যকেও আটক করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status