|
ভূরুঙ্গামারীতে সুধীজনকে নিয়ে সিএনবি’র টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে সুধীজনকে নিয়ে সিএনবি’র টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের হলরুমে এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্প, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) কর্মশালাটির আয়োজন করে। দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন এসআরএইচ-আর টেকনিক্যাল অফিসার প্রতিমা রাণী রায়। কর্মশালায় চর-ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন, মইদাম মহাবিদ্যালয়ের প্রভাষক রুহুল আমিন হামিদী, পাইকছড়া ইউপি সচিব কামরুজ্জামানসহ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটররা বক্তব্য রাখেন। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, ইমাম, কাজি, চ্যাম্পিয়ন মা-বাবা ও যুব সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
