ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
শিবিরের সাবেক জেলা সম্পাদক রুবেলের অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগদান
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Monday, 24 November, 2025, 5:19 PM

শিবিরের সাবেক জেলা সম্পাদক রুবেলের অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগদান

শিবিরের সাবেক জেলা সম্পাদক রুবেলের অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ছাত্রদলে যোগদান

খাগড়াছড়ি জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন রুবেল অর্ধশতাধিক কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।

গত রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়িতে কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি–২৯৮ নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার হাতে ফুলেল তোড়া তুলে দিয়ে ছাত্রদলে যোগদান করেন ।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি আরিফ মোহাম্মদ জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশসহ জেলা ও উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

ওয়াদুদ ভূঁইয়া বলেন, “এর মাধ্যমে ইসলামী ছাত্র শিবিরের শুভ বুদ্ধির উদয় হয়েছে, তারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ঠিকানায় এসেছে ।

ছাত্রদলে যোগদানকারী মো. রুবেল জানান, “শিবির ও জামায়াতে ইসলামী সম্পর্কে কিছু বিষয় প্রশ্নবিদ্ধ মনে হওয়ায় সংগঠন থেকে অব্যাহতি নিই। যোগদানের পর থেকে নানা হুমকিও দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, “দীর্ঘ সময় ভুল পথে পরিচালিত হয়েছি । অজান্তেই জীবনের গুরুত্বপূর্ণ সময় তাদের দিয়েছি, মামলা খেয়েছি। এখন সঠিক পথে এসে ধানের শীষের বিজয়ে কাজ করতে চাই।”

২০১২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়া রুবেল পরবর্তী সময়ে পর্যায়ক্রমে—রামগড় উপজেলা সভাপতি (দুইবার),পানছড়ি, মাটিরাঙ্গা, মহালছড়ি, দীঘিনালা, খাগড়াছড়ি সদর উপজেলা সভাপতি,জেলা অফিস সম্পাদক,জেলা প্রশিক্ষণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি ২০২৩ সালের জুলাই থেকে ২০২৪ সালের মে পর্যন্ত খাগড়াছড়ি জেলা শিবিরের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন । বর্তমানে তিনি চট্টগ্রামের আইবি-তে পড়াশোনা করছেন।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি আরও বলেন— “সবাইকে বিএনপিতে যুক্ত হওয়ার আহ্বান জানাই । শেষ রক্তবিন্দু দিয়ে হলেও ধানের শীষের বিজয় ছিনিয়ে আনবো।”
খাগড়াছড়ি জেলা শিবিরের সম্পাদকের যোগদান রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করেছে, আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষে পক্ষে ইতিবাচক পরিবর্তন আনবে ৷ ধর্ম নিয়ে রাজনীতি করা জামাত শিবির সম্পূর্ণ ধর্মের কাছ থেকে আলাদা তা রুবেলের বক্তব্য ফুটে উঠেছে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status