ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ নভেম্বর ২০২৫ ১৩ অগ্রহায়ণ ১৪৩২
নির্বাচিত হলে বেতবুনিয়া খেয়াঘাটে ফেরী পারাপারের ব্যবস্থা করবো: বাপ্পি
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
প্রকাশ: Monday, 24 November, 2025, 5:16 PM

নির্বাচিত হলে বেতবুনিয়া খেয়াঘাটে ফেরী পারাপারের ব্যবস্থা করবো: বাপ্পি

নির্বাচিত হলে বেতবুনিয়া খেয়াঘাটে ফেরী পারাপারের ব্যবস্থা করবো: বাপ্পি

আমরা বৈষম্যহীন সমাজ গড়তে চাই, যে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না। সবাই সমান অধিকার ভোগ করবে। মানুষের মাঝে শাসন ও শোষণেরর জন্য বিভেদ তৈরি করা হয়। আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ দিলে অবশ্যই সকল বিভেদ ভুলে কাধে কাধ মিলিয়ে সুন্দর সমাজ গড়ে তুলবো।উন্নয়ন বঞ্চিত সোলাদানা ইউনিয়নে রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। 

বেতবুনিয়া খেয়াঘাট আধুনিকায়ন করে ফেরী পারাপারের ব্যবস্থা করবো। সোলাদানা ইউনিয়ন জুড়েই একাধিক গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পী এ কথা বলেন। 

২৩ নভেম্বর (রবিবার) দিনব্যাপী গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আওয়ামীলীগ শুধু সনাতনীদের ব্যবহার করেছে, তাদের কোনো উপকারে আসেনি। শুধু ভোটের সময় তাদের গুরুত্ব দিয়েছে। এছাড়া সব সময় অবহেলা করেছে। আমরা নির্বাচিত হলে এ অবস্থা থাকবে না। সমাজের সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে।

তিনি বলেন, এই অঞ্চল শুধু নয় আওয়ামীলীগ দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙ্গে ফেলেছে, হাজার হাজার কোটি টাকার লুটপাট করেছে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে।

এসময়ে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, পাইকগাছা পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল মান্নান মিস্ত্রী। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহাদাৎ হোসেন ডাবলু, এস এম ইমদাদুল হক, এ্যাড. জিএম আব্দুর সাত্তার, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, এ্যাড. সুমন, মজিদ গোলদার, মেছের আলী সানা, মোস্তফা মোড়ল, প্রনব কান্তি মন্ডল, অধীর কৃষ্ণ মন্ডল, শেখ রুহুল কুদ্দুস, এস এম নাজির আহমেদ, মিজানুর রহমান জোয়ার্দার, গাজী মজিবুর রহমান, স্বরজিত ঘোষ দেবেন, সাদ্দাম গাজী, প্রভাষক মনিরুজ্জামান, রায়হান পারভেজ টিপু, সন্তোষ সরকার, সরদার তোফাজ্জল, আবু মুছা, মফিজুল ইসলাম টুকু, আবুল কাশেম সরদার, টি এম শিমুল, মারুফুল হক প্রিন্স, হুরাইরা বাদশা, বিএম আকিজ, শহিদুর রহমান, তৈয়েবুর রহমান, শামসুজ্জামান, আবু সুফিয়ান, শিমুল, মোস্তাকিম গাজী, মুক্তিযোদ্ধা রনজিত সরকার, বিধান সরকার, শিক্ষক পুলিন বিহারী সরকার, প্রভাষক হাফিজুর, ডা: সন্তোষ সরকার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা চিত্তরঞ্জন, আলমগীর কাজী মজিবুর, ফরহাদ হোসেন প্রমুখ। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status